শিরোনাম

গাইবান্ধায় ৪৩দিন পর কবর থেকে মরাদেহ উদ্ধার -Chief TV - চিফ টিভি


গাইবান্ধায় ৪৩দিন পর কবর থেকে মরাদেহ উদ্ধার
ছবি-প্রতিনিধি
জাহিদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ

১জুন  রোজ শনিবার, কবর থেকে ৪৩ দিন পর তোলা হলো  (২০) সাদিক নামে এক যুবকের মরাদেহ, গত, ১৯ এপ্রিল ২০২৪ ইং রোজ, শুক্রবার (২০)সাদিক তার  ভাইয়ের শশুরের বাড়িতে দাওয়াত খেতে যান তার বন্ধু  আকাশ কে নিয়ে। সেদিন  বিকালে  দাওয়াত  খেয়ে বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেল টি সাঘাটা উপজেলা  ভরতখালী ইউনিয়ন  সোনারপাড়া নামক স্থানে  ট্রাকের ধাক্কায় আরোহী সাদিকের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে সাদিকের পরিবার চলে যান ঘটনাস্থলে কিন্তু নিহত সাদিক কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে আকাশের বাবা জানান, সাদিকের বড় ভাই সাংবাদিকদের কাছে বলেন আমাদের কাছে  এই মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে না,আরো বলেন এই ঘটনা যদি এক্সিডেন্ট হয়ে থাকে তাহলে মোটরসাইকেলটির কোন ক্ষয়ক্ষতি হলো না কেন আমাদেরকে সর্বপ্রথম বলা হয়েছে সাদিক ও আকাশ দুইজনে মোটরসাইকেল এক্সিডেন্ট মারা যায়, যানান আকাশের বাবা, কিছুদিন পর আমরা  জানতে পারি আকাশ বেঁচে আছে ও সে পলাতক আমাদের সন্দেহ আকাশ যদি বেঁচে থাকে তাহলে আমার ভাই কেন মারা গেল নিশ্চয় পরিকল্পনা ভাবে মারা হয়েছে আমার ছোট  ভাই  সাদিক কে, তাই আমরা সাদিকের সুস্থ বিচার চাই ও খুনিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক, সাদিকের বড় ভাই আরো বলেন  তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিল আকাশের তার জের ধরে আমার ভাইকে খুন করে আকাশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, সাদিকের মরাদেহ কবর থেকে  উত্তোলন করে রংপুর  ফরেনসিক ল্যাবে টেস্টের জন্য পাঠানো হবে। নিহত সাদিকের বাড়ি  গাইবান্ধা সদর বল্লম ঝাড় ইউনিয়ন কোমরপুর গ্রামে।

কোন মন্তব্য নেই