শিরোনাম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ - Chief TV - চিফ টিভি


প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ছবি-প্রতিনিধি
ডেস্ক নিউজঃ 

গত ২৪ জুন সোমবার একটি পত্রিকায় কুমিল্লার দাউদকান্দির রায়পুর এলাকায় সড়কে অবৈধ স্ট্যান্ড,ন্যাপথ্যে চাঁদাবাজি শীর্ষক সংবাদে আমি জালালকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি পেশায় একজন সফল মৎস ব্যবসায়ী। আমি সিএনজি স্ট্যান্ডের বিষয়ে কিছুই জানিনা। যে পত্রিকার সাংবাদিক আমার নামে এসব লিখছে সে মনে হয় অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলেছে। আমার সাথে এমন কারো সাথেই কথা হয়নি। আমি মাছ বেচাকেনা নিয়ে পড়ে আছি, কিভাবে আবার সিএনজি বিষয় নিয়ে কথা বলব। আমি নাকি বলেছি পুলিশ টাকা নেয়। আমি পুলিশ স্যারদের নিয়ে এমন অহেতুক কথা কেন বলতে যাব। তাই আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গনমাধ্যমকে বলব ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া সংবাদ না করার জন্য অনুরোধ রইলো।

নিবেদক

জালাল উদ্দিন 

সফল মৎস ব্যবসায়ী

কোন মন্তব্য নেই