জামালপুরের বকশীগঞ্জে পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
জামালপুরের বকশীগঞ্জে পৌরসভার চলতি ২০২৪-২৫ অর্থবছরের ষষ্ঠ তম উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩০ জুন) বিকালে বকশীগঞ্জ পৌর মেয়রের অফিস কক্ষে পৌর মেয়র ফকরুজ্জামান মতিন এ বাজেট ঘোষণা করেন। সাধারণ সংস্থাপন, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা, জনস্বাস্থ্য, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি ত্রাণসহ জনগণের সেবার মান বাড়ানোর লক্ষ্যে মোট ৮২ কোটি ৯৪ লাখ ৩৬ হাজার ১৩২.৮৩ টাকার এ বাজেট ঘোষণা করেন তিনি। পৌর বাজেটে চলতি অর্থবছরের জন্য রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৯ লাখ, ৩ হাজার ৭৮৯ টাকা। বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৮ লাখ হাজার ৪৫১টাকা। এর মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৩৪৩ টাকা। আর রাজস্ব স্থিতি থাকবে ৬০ লাখ ৯ হাজার ৩৩৮ টাকা।পৌর মেয়র ফকরুজ্জামান মতিনের সভাপতিত্বে ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা নুরুল আমিন, পৌরসভার সহকারী প্রকৌশলী শাহআলম হিসাবরক্ষক আশরাফ আলী, কাউন্সিলর শাহিনুর রহমান, মিজানুর রহমান মিজান, ফরহাদ হোসেন পলাশ,ফরাদুজ্জামান ফুটা, জহুরুল হক, ফজলুল হক, আফসার আলী, সোহেল রানা, মহিলা কাউন্সিলর রোকসানা আক্তার,শাপলা আক্তার, আফরোজা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই