শিরোনাম

কাউনিয়ায় অগ্নি দগ্ধ,বাঁচার আকুতি স্কুল ছাত্রী মোহনার - Chief TV - চিফ টিভি

কাউনিয়ায় অগ্নি দগ্ধ,বাঁচার আকুতি স্কুল ছাত্রী মোহনার
ছবি-প্রতিনিধি
আবদুল্লাহ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ 

কাউনিয়ায় চুলার আগুনে দগ্ধ শরীরের যন্ত্রণা নিয়ে বাঁচার আকুতি জানিয়েছে প্রাণনাথচর আদর্শ উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির স্কুল ছাত্রী মোহনা খাতুন (১৬)। অর্থাভাবে বর্তমানে তার চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চরের বাসিন্দা দরিদ্র অটোরিকশা চালক ময়নুল ইসলাম কান্নাজড়িত কন্ঠে বলেন তিন মাস আগে রান্না করতে গিয়ে অসাবধনাবসত আমার স্কুল পড়ুয়া মেয়ের পোষাকে চুলার আগুন লেগে শরীরের ৭৫ ভাগ দগ্ধ হয়ে যায়। আমার সামর্থ্য অনুযায়ী ও ঋণ করে এ পর্যন্ত ৯ লাখ টাকা খরচ করে চিকিৎসা চালিয়েছি। জমি জিরাত যা ছিল সব শেষ। বর্তমানে মেয়ের চিকিৎসা করার মতো আমার কোন সামর্থ্য নেই। ডাক্তার বলেছেন প্লাস্টিক ও কসমেটিক সার্জারী করতে তার তিন লাখ টাকার উপরে লাগবে। সরকার ও বিত্তবান মানুষের কাছে মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য কামনা করেছেন পিতা ময়নুল ইসলাম ফোন নম্বর-০১৩২৪০৮৬৯৫৫ ও ০১৯৮০৭৬৫০০৪।

কোন মন্তব্য নেই