শিরোনাম

বগুড়ায় ট্রাক চাপায় বৃদ্ধ নিহত - Chief TV - চিফ টিভি

বগুড়ায় ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ 

বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বাসষ্টান্ডে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ৬৫ বছর বয়সী আবুল হোসেন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়ক নয়মাইল বাসষ্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ হলেন, শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের হাফুনিয়া বৈঠাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আবুল হোসেন (৬৫)।

এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা জানান, নয়মাইল হাট থেকে বের হয়ে বৃদ্ধ লোকটি পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ্বে রাস্তা পারাপার হচ্ছিলো। এসময় শেরপুর-বগুড়াগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই বৃদ্ধ নিহত হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত বৃদ্ধের মরদেহ হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


কোন মন্তব্য নেই