শিরোনাম

জীববৈচিত্র্য সংরক্ষণের সচেতনতায় "আলোর মিছিল" - Chief TV - চিফ টিভি

জীববৈচিত্র্য সংরক্ষণের সচেতনতায় "আলোর মিছিল"
ছবি-প্রতিনিধি
শাহাদাত হোসেন নোবেল,দিঘলিয়া প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়া উপজেলায় আরডিএন মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয়ে রোজঃ বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি, জলবায়ু,জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার পরিবেশবাদী সেচ্ছাসেবী সামাজিক সংগঠন "আলোর মিছিল" এর একটি সচেতনতামূলক সভা ও ফলজ চারা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুয়েল হাওলাদারের প্রধান শিক্ষক আরডিএন মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয়ে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্যা মাকসুদুল ইসলাম উপদেষ্টা আলোর মিছিল,সৈয়দ শাহজাহান উপদেষ্টা আলোর মিছিল,

অনুষ্টান পরিচালনা করেন শাহিনূর আক্তার রাণী।

উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন, শেখ তারেক সভাপতি আলোর মিছিল,সজল কুমার বিশ্বাস দপ্তর সম্পাদক আলোর মিছিল , শাহীনুর আক্তার রানী মহিলা বিষয়ক সম্পাদক  আলোর মিছিল, সামাজিক সংগঠন পরিচ্ছন্ন দিঘলিয়ার সভাপতি জনাব শেখ রিয়াজ, দিঘলিয়া উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা জনাব শেখ আল-আমিন, সাধারন সম্পাদক মোঃ রাতুল, সাংবাদিক ওয়াহিদ মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন ব্যবসায়ীরা; ভোক্তা; বেসরকারি প্রতিষ্ঠান; শিশু; এবং গ্রামীণ ও শহুরে এলাকায় যারা জৈবিক সম্পদ ব্যবহারের উপর নির্ভরশীল। এই জাতীয় প্রোগ্রামের মাধ্যমে জীববৈচিত্র্য এবং তাদের স্থানীয় পরিবেশ সম্পর্কে জনগণের বোঝার বিষয়টি গুরুত্বরোপ করেন। জীববৈচিত্র্যের স্থানীয় জ্ঞানের উপলব্ধি বৃদ্ধি করতে হবে, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সম্প্রদায়ের স্বাস্থ্য ও কল্যাণের মধ্যে স্পষ্ট সম্পর্ক স্থাপন করতে হবে।

কোন মন্তব্য নেই