ফুলবাড়ীতে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে চরবাসীর মানববন্ধন - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় 'ভূমিদস্যু ইয়াসিন,সাদ্দাম ও ডিবি পুলিশের কনস্টেবল গোলাপি বেগমের হাত থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন করেছে চরবাসী।
সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের জমিদার বাড়ির সামনে মানববন্ধনে অংশ নেয় চর পেঁচাই, চর গোরকমন্ডল ও চার খাড়ুয়া চরের প্রায় দুই শতাধিক নারী পুরুষ। এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য আমিন হোসেন, আজিজুর হক, শহিদুল ইসলাম, ছড়া বেগম ও জয়মুদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, 'ভূমিদস্যু ইয়াসিন,সাদ্দাম ও ডিবি পুলিশের কনস্টেবল, গোলাপি বেগম দীর্ঘদিন যাবত চরের সহজ সরল মানুষের জমি জোর পূর্বক দখল ও মিথ্যা মাদক মামলা দিয়ে হয়রানি করে আসছে। তাদের কাছে অসহায় হয়ে পড়েছে চরের প্রায় অর্ধশত পরিবার। হয়রানি ও মিথ্যা মাদক মামলা থেকে বাঁচতে সরকারের সু-দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।
কোন মন্তব্য নেই