দুপচাঁচিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেফতার তিনজন - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ ১৪ জুলাই রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামি ও দুই মাদক কারবারি সহ তিন জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ওয়ারেন্টভু্ক্ত আসামি হলো, উপজেলার আশুঞ্জা পাল্লাপাড়া মোঃ বুলু প্রাং এর ছেলে মোঃ জনি (৩৭),। ওই রাতেই অপর আরেকটি অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
দুই মাদক কারবারিরা হলেন,উপজেলার লাফাপাড়া মৃত লাল বিহারীর ছেলে শ্রী বিষ্ণ চন্দ্র দাস (৪৬),। কাহালু উপজেলার চাঁদপুর গ্রামের মৃত রহমান মোল্লার ছেলে মোঃ সেলিম মোল্লা (২৮), কে গ্রেফতার করেছে। এবং তাদের হেফাজত হইতে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে সাক্ষীদের সম্মুখে জব্দ করে। ওই রাতে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে সোমবার ১৫ জুলাই বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই