শিরোনাম

মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে ভারতীয়ি একজন নাগরিককে ভারতীয় পণ্যসহ গ্রেফতার - Chief TV - চিফ টিভি

মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে ভারতীয়ি একজন নাগরিককে ভারতীয় পণ্যসহ গ্রেফতার
ছবি-প্রতিনিধি
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ 

 খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশ অভিযানে ভারতীয় ১ জন নাগরিককে ভারতীয় পণ্যসহ আসামিক গ্রেফতার করে মাটিরাঙ্গা থানা পুলিশ। 

গত বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১০ টা.৫০ ঘটিকার সময় মাটিরাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা বাজারস্থ বিআরটিসি কাউন্টারের সামনে হতে তাকে গ্রেফতার করা হয়। 

এই সময় আসামির নিকট ০৫ আইটেম এর ভারতীয় বিভিন্ন কসমেটিক্স, যাহার অনুমানমূল্য ২১,১০০/-টাকা, ভারতীয় কিছু রুপি যাহার বাংলাদেশী টাকার মূল্য ২১,৪১৫/-টাকা, একটি কালো রংয়ের পুরাতন স্যামসাং এন্ড্রয়েড ফোন এবং আসামির পকেট হইতে ভারতীয় পরিচয়পত্র সহ ইমামুল হক খন্দকার ইমাম (১৮) (ভারতীয় পরিচয়পত্র নং-৪৫১৮৫৩০৯৪২৫২), পিতা-এনামুল হক, মাতা-ফাতেমা বেগম কুমকুম, সাং-ভেপুরা, ভেপুর, বীরভুম, পশ্চিমবঙ্গ-ভারত কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই