শিরোনাম

বাংলাদেশ প্রেসক্লাব ফুলতলা উপজেলার ঈদ পূর্ন মিলনী - Chief TV - চিফ টিভি


বাংলাদেশ প্রেসক্লাব ফুলতলা উপজেলার ঈদ পূর্ন মিলনী
ছবি-প্রতিনিধি
শাহাদাত হোসেন নোবেল, খুলনা প্রতিনিধিঃ

এসো ঈদের খুশি বাড়িয়ে নেই স্মৃতির আনন্দে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পূর্ন মিলনী ৫ ই জুলাই  ২০২৪, রোজ- শুক্রবার,  সন্ধ্যা- ৭.৩০ মিনিটে, শিরোমনি নিজেস্ব কার্যালয়ে,  অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন মিয়া বদরুল আলম, সভাপতি- বাংলাদেশ প্রেসক্লাব, খুলনা জেলা ও ফুলতলা উপজেলা শাখা। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ রেজোয়ান আকুঞ্জী রাজা,  সাধারণ সম্পাদক- বাংলাদেশ প্রেসক্লাব, ফুলতলা উপজেলা শাখা। এ সময় আলোচনা রাখেন দিঘলিয়া উপজেলা সভাপতি মোড়ল মনিরুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা সভাপতি সরদার বাদশা, সহ সভাপতি মোঃ মাহাবুবর রহমান, কবি সাহিত্যেক আনন্দ কুমার স্বর,  প্রচার সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ শেখ, আইন বিষায়ক সম্পাদক ইরানী পারভীন প্রমুখ।

পরে সকলের মাঝে  মিষ্টি বিতরন করে অনুষ্ঠান শেষ করেন।

কোন মন্তব্য নেই