শিরোনাম

থানায় বসে ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ - Chief TV - চিফ টিভি

থানায় বসে ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
ছবি-প্রতিনিধি
ডেস্ক রিপোটারঃ

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ওসি মাহবুব আলম থানায় বসে এক ব্যক্তির সঙ্গে আদান-প্রদান করছেন চিঠির একটি খামে। নেট দুনিয়ায় এমন একটি ভিডিও ফাঁস হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে ভাইরাল হওয়া ভিডিওতে ওসির পরিচয় জানা গেলেও অপরপ্রান্তের দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। 

এই ভিডিও সম্পর্কে জানতে চাইলে ওসি মাহবুব আলম বলেন, আমি পাবলিকের কাছ থেকে টাকা খাই না। কার সঙ্গে এ রকম কথা হয়েছে, সেটা মনেও করতে পারছি না। তবে একজনের কাছ থেকে খামে ভরে ছিনতাইকারীদের তালিকা নিয়েছিলাম। ওই খাম ওইভাবেই আছে। সেই তালিকা নেয়ার ভিডিও হতে পারে।

খামে ভরে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করে ওসি মাহবুব আলম আরো বলেন, এটা নিয়ে আমি ঝামেলায় আছি। 

উল্লেখ্য, ফাঁস হওয়া ভিডিও চিত্রে দেখা যায়, ওসি মাহবুব আলম তার চেয়ারে বসে আছেন। টেবিলের অপর দিকে চেয়ারে বসে থাকা এক ব্যক্তি বলছেন, 'মাহবুব ভাই, ভাই উঠব ভাই। জবাবে ওসি বলেন, আচ্ছা। তখন ওই ব্যক্তি বলেন, একটু কথা বলে যাই। ওসি তার দিকে মনোযোগ দিয়ে বলেন, হুম। সামনে বসে থাকা ব্যক্তি বলেন, ভাই, একটা ছোট ইয়ে, খাম দেন। ওসি তখন মুচকি হাসেন। এ সময় ওই ব্যক্তি বলেন, মাহবুব ভাই, আপনি আমাকে চেনেন, জানেন, বোঝেন। আমি বিপদে পড়েছি বলেই আপনার কাছে আসছি ভাই। তখন তৃতীয় এক কণ্ঠে বলতে শোনা যায়, দাও। ভিডিও ধারণের ক্যামেরা ওই তৃতীয় ব্যক্তির হাতেই ছিল।

এরপর ওসি মুচকি হাসতে হাসতে টেবিলের ড্রয়ার খুলে একটি খাম বের করে দেন। এরপর ওসি তৃতীয় ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলেন, দিলাম ভাই, বুইঝেন। তাকে অবশ্য আগেরটাও আমি হেল্প করছি। ওই ব্যক্তি তখন বলেন, আমি জানি, আমি মাহবুব ভাইয়ের কাছে আসলে ভাই কাজ হবে। এ সময় ওসি বলেন, না, যথেষ্ট হেল্প করছি। কথা বলতে বলতে সামনে থাকা ওই ব্যক্তি ভরা খাম টেবিলে এগিয়ে দিলে ওসি সেটি আবার নিয়ে ড্রয়ারে রেখে দেন।

ওই ব্যক্তি বলেন, আমি না পারতে এ পর্যন্ত আসলাম। বিশ্বাস করেন! আমি আরেক দিন এসে ডিটেইলস বলব, তখন বুঝবেন ও আমাকে কী পর্যায়ে পেরেশানিতে নিয়ে আসছে। না হলে আমি আপনার কাছে আসতাম না যদি অফিশিয়ালি সলিউশন করতে পারতাম আমি। সে জিএম স্যারের কাছে ৪০ জন লোক নিয়ে গেছে রিমুভ ফরম সার্ভিস করার জন্য আমার বোনের। আমি কী বোঝাব বলেন!

তখন ওসি বলেন, দুজনেই পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। জবাবে ওই ব্যক্তি বলেন, ভাই, আমার বোনের যদি পানিশমেন্ট হয় হোক, কিন্তু এই অপরাধ অন্যায় যে করে, আর যে সহে—দুজনে সমান অপরাধী। ১ মিনিট ২৬ সেকেন্ডের এই ভিডিও এখানেই শেষ হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, এ রকম কোনো বিষয় আমার জানা নেই। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

কোন মন্তব্য নেই