শিরোনাম

পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রিড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে - Chief TV - চিফ টিভি

পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রিড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে
ছবি-প্রতিনিধি
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ 

ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল ২০২৩ -২৪ অর্থবছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (১১ জুলাই)  দুপুর ১২টার সময় ৩নং সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এইসব সামগ্রী বিতরণ করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম এর সঞ্চালনায় ও চেয়ারম্যান উচিত মনি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ। 

এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব। এই সময় আরো উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ,ছাত্রছাত্রীবৃন্দ। উপজেলার  ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই