ফুলপুর থানা পুলিশের সহায়তায় হারানো সন্তান ফিরে পেলেন পিতা-মাতা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
ফুলপুর থানা পুলিশের সহায়তায় বাবা, মা, ফিরে পেল মাদ্রাসা থেকে হারানো শিশু কে গত ইং ১০/০৭/২০২৪ তারিখ বেলা ০২.১০ ঘটিকার সময় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার পার্শ্বে ০১ টি শিশু আনমনা অবস্থায় বসে থাকতে দেখিয়া ফুলপুর থানা এলাকায় জরুরী ডিউটিতে নিয়োজিত এসআই (নি.) তারিকুল ইসলাম, এসআই (নি.) আব্দুল খালেক, সঙ্গীয় ফোর্সসহ উক্ত শিশুটিকে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে তার নাম সানিউল দিদার সানি (১২), পিতা আব্দুল মতিন, সাং-বোররচর ভাটিপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বলে প্রকাশ করে । উক্ত স্থানে অবস্থান করার কারণ জিজ্ঞাসা করিলে সে জানায় যে, তারাকান্দা থানাধীন মাইঝাইল মাদ্রাসায় নূরানীতে লেখাপাড়া করা অবস্থা সে পালিয়ে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করেছে। বিষয়টি অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান কে অবহিত করিয়া শিশু সানিউল দিদার সানি (১২),কে থানায় নিয়ে আসে। ওসি মাহবুবুর রহমান উক্ত শিশুর অভিভাবকের সাথে যোগযোগ করেন। শিশু সানিউল দিদার সানি (১২) এর পিতা-মোঃ আব্দুল মতিন ও বোররচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন এবং তাহার প্রতিবেশী সুরুজ আলীসহ থানায় আসিলে ওসি মাহবুবুর রহমান সকল বিষয় যাচাই বাছাই করে তার পিতা আব্দুল মতিন এর নিকট ছেলে কে বুঝিয়ে দেন। এ সময় ওসি মাহবুবুর রহমান বলেন আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন সব সময় তাদের সাথে খারাপ আচরণ করবেন না যেখানে লেখাপড়া করছে সেখানে যাবেন খোঁজ খবর নিবেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডায়রীতে নোট রাখা হইলো।
কোন মন্তব্য নেই