কোটা আন্দোলন: অবরোধ, সংঘাতে অচল খুলনা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
কোটা আন্দোলনে উত্তপ্ত খুলনা স্কুল ছাত্ররাও আন্দোলনে শামিল কোটা পদ্ধতি সংস্কারের যৌক্তিক দাবি মেনে নেওয়ার ও ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সড়ক অবোরধ,প্রতিবাদ সমাবেশ, করেছেন খুলনা স্কুল,কলেজ,সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১৬ জুলাই) খুলনায় স্কুল ছাত্ররাও আন্দোলনে শামিল হয়। এরই ধারাবাহিকতায় খুলনায় জেলা স্কুল, সেন্ট জোসেফ স্কুল, মডেল স্কুলের ছাত্ররা শহরের মেইন রোড সিটি কলেজ গেইট থেকে ময়লা পোতা পর্যন্ত মিছিল করে।
সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড়ে সরকারি বিএল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।
সাড়ে ১১টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে একই দাবিতে নর্দদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।
বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে শিক্ষার্থীরা সমবেত হন। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে খুলনা মহানগরীর জিরো পয়েন্টে অবস্থান নেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেলা ১.৩০ মি. এর দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের হাদী চত্বরে ওই মানববন্ধন করেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীরা সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল বের করেন।
বিকাল ৪টাই খুবি-কুয়েট,সরকারি-বেসকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের খুলনা সাচিবুনিয়া মোড়ে বিক্ষোভ কর্মসূচি করেন।জিরো পয়েন্ট অবরোধের ফলে সাতক্ষীরা, যশোর, ঢাকাসহ বিভিন্ন রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম,’ ‘ঢাবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’, ‘কোটা না মেধা, মেধা মেধা,’ ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক,’ ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’—এমন নানান স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহুরুল ইসলাম তানভীর বলেন, ‘হামলা-মামলা করে আমাদের থামিয়ে রাখা যাবে না। আমরা ছাত্রসমাজ, আমরা কাউকে ভয় পাই না। সন্ত্রাসীদের দিয়ে এই আন্দোলন থামানো যাবে না। আমাদের দাবি মানতে হবে। দাবি না মানলে শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না। শিক্ষার্থীদের ওপর হামলার সঠিক বিচার করতে হবে।’
কোন মন্তব্য নেই