শিরোনাম

রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত - Chief TV - চিফ টিভি

রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত
ছবি-প্রতিনিধি
তানভীর আহমেদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধিঃ

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের আবু সাঈদ মিয়া। তিনি খালাসপির উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ইংরেজি ডিপার্টমেন্টের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। খুব গরিব এবং অসহায় পরিবারের জন্ম তার, অনেক কষ্টে লেখাপড়া করতেন। এমনকি তার পরিবারের একটা মোবাইল ফোন ও ছিলো না তার সাথে যোগাযোগ করার জন্য। 

চলমান  কোটা সংস্কারের দাবিতে রংপুরে মিছিলে অংশগ্রহণ করেন আবু সাঈদ। মিছিলে অংশগ্রহণ করার আগে তার ফেসবুকে একটা পোস্ট ছিলো-

যদি আজ শহিদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার মা-বাবা গ্রহণ করবে না। 

অবশেষে ফেসবুক পোস্টটি সঙ্গে মিলে গেলো তার জীবন। পুলিশের গুলিতে নিথর রক্তাক্ত হয়ে যায় তার দেহ । তার বন্ধুরা তাকে রংপুর মেডিকেল হসপিটালে নিয়ে যেতেই এক পর্যায়ের সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহিত রংপুরের সকল শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরা আজ অসহায়,  বিচার পাওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না তারা। কেননা বিচারপতিরায় আজ অবিচার করে যাচ্ছেন তাদের প্রতি।

আবু সাঈদের পরিবার আজ অসহায়,  তার পরিবারের শুধু বৃদ্ধ মা এবং বাবাই আছেন,  এখন তাদের দায়ভার কে নিবে? 

কোন মন্তব্য নেই