শিরোনাম

বিশ্বকাপে খেলতে না পেরে আফসোস করছেন শরিফুল - Chief TV - চিফ টিভি

বিশ্বকাপে খেলতে না পেরে আফসোস করছেন শরিফুল
ছবি-প্রতিনিধি
খেলাধুলা ডেস্কঃ

দলের অন্যতম সেরা বোলার হিসেবেই বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন শরিফুল ইসলাম। সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্সে ভরসা ছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। কিন্তু ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের একেবারে শেষ বলে আঙ্গুলের ইনজুরিতে পড়েন শরিফুল ইসলাম। স্বাভাবিকভাবেই মিস করেন মূল পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ। ধারণা করা হয়েছিল, পরবর্তীতে দেখা যাবে তাকে। কিন্তু তার বদলে সুযোগ পাওয়া তানজিম হাসান সাকিবের নজরকাড়া  নৈপুণ্যে শেষ পর্যন্ত বিশ্বকাপে লাল-সবুজের জার্সিতে মাঠে নামা হয়নি শরিফুলের। বিশ্বকাপের পর শরিফুল ব্যস্ত নতুন অধ্যায়ে। লঙ্কান প্রিমিয়ার লীগ খেলতে  কয়েকদিন আগে দেশ ছেড়েছেন টাইগার তিন ক্রিকেটার। গতকাল দেশ ছাড়েন শরিফুল। এবারের আসরে শেষ মুহূর্তে এসে তিনি ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলার প্রস্তাব পান।

গতকাল দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়েন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে মুখোমুখি হন গণমাধ্যমের। সবশেষ বিশ্বকাপে দলের হয়ে কোনো ম্যাচে খেলতে না পারা নিয়েই উঠেছিল প্রশ্ন। মূলত ইনজুরির কারণে প্রথম ম্যাচের জন্য ফিট ছিলেন না শরিফুল, পরে টিম কম্বিনেশনের কারণে আর মাঠে নামা হয়নি তার। সে কারণে জানিয়েছেন খারাপ লাগার কথা, তবে ভাগ্যের ওপরই সব ছেড়ে দিয়েছেন টাইগার এই পেসার। 

শরিফুল বলেন, ‘আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল সেটার ওপর দিয়ে আর কিছু করার নেই। খুব আশা ছিল যে একটা ম্যাচ হলেও খেলবো, সুতরাং ওখানে একটু কষ্ট লাগা আর কী। আর এলপিএলে যাচ্ছি ইনশাআল্লাহ চেষ্টা করবো নিজের সেরাটা যেন দিতে পারি। অনেকদিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না সেক্ষেত্রে এখানে ম্যাচ খেলে যাতে আগের মতো আবার কাম ব্যাক করতে পারি।’ গত ১লা জুলাই থেকে শুরু হয়েছে লঙ্কা প্রিমিয়ার লীগের পঞ্চম আসর। এবার ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। কলম্বো স্ট্রাইকার্স স্কোয়াডে আছেন তাসকিন আহমেদ। আর শেষ মুহূর্তে ক্যান্ডি ফ্যালকনসের হয়ে মাঠ মাতানোর সুযোগ পাচ্ছেন শরিফুল। তার দল ক্যান্ডি এর মধ্যে ২টি ম্যাচ খেলে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে। শুধু লঙ্কান প্রিমিয়ার লীগেই নয়, আরও দুটি লীগে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার ব্যস্ত থাকবেন। আগামী ২৫শে জুলাই শুরু হবে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লীগ। সেখানে বাংলা টাইগার্স মিসোসিয়াগার হয়ে খেলবেন সাকিব আল হাসান। একই দলের হয়ে মাঠ মাতাবেন পেসার শরিফুলও। এছাড়া এই টুর্নামেন্টে সাইফউদ্দিন মন্ট্রিয়ল টাইগার্স এবং রিশাদ হোসেন খেলবেন টরন্টো ন্যাশনালসের হয়ে। টুর্নামেন্টটি শেষ হবে ১১ই আগস্ট। এদিকে জুলাইয়ের ৬ থেকে ২৯ তারিখ পর্যন্ত আমেরিকার মেজর লীগে অংশ নেবেন সাকিব। তিনি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলবেন।


   

কোন মন্তব্য নেই