শিরোনাম

বাংলাদেশে থাকছেন মুশতাক আহমেদ আরও দুই বছর - Chief TV - চিফ টিভি

বাংলাদেশে থাকছেন মুশতাক আহমেদ আরও দুই বছর
ছবি-প্রতিনিধি
খেলাধুলা ডেস্কঃ

চলতি বছরের এপ্রিলে জিম্বাবুয়ে সিরিজের আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব নেন মুশতাক আহমেদ। কাজ করেছেন জিম্বাবুয়ে সিরিজ, যুক্তরাষ্ট্র সফর এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে। চুক্তি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করার কথা ছিল তার। তবে দুই মাসেই শেষ হচ্ছে না মুশতাকের বাংলাদেশ অধ্যায়। মুশতাকের সবশেষ দুই মাসের কাজে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ফলে পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক লেগ স্পিনারের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেছে তারা। আরও দুই বছর রিশাদ হোসেন, সাকিব আল হাসানদের নিয়ে কাজ করবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মুশতাকের সঙ্গে চুক্তি নবায়ন করতে আমরা প্রস্তুত। সাথে আমরা আবার নতুন নতুন কিছু বিকল্পও খুঁজছি, সব জায়গাতেই। দেখা যাক আমাদের কি কি বিকল্প আছে।’ দ্বিতীয় মেয়াদে চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেয়ার পর এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য তিন ম্যাচে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল, খেলেছে সুপার এইটেও।

পরিসংখ্যানের হিসেবে সফল টি-টোয়েন্টি বিশ্বকাপই পার করেছে টাইগাররা। 

যদিও বাংলাদেশকে সমালোচনা হচ্ছে সেমিফাইনালে উঠতে না পারায়। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সেরা চারের আশা দ্রুতই ছেড়ে দেয়ায় সমালোচনার মুখে পড়েছেন লঙ্কান এই কোচ। যার ফলে অনেক সমর্থকই হাথুরুসিংহের পদত্যাগও চেয়েছেন। বিসিবি অবশ্য এভাবে ভাবছে না এখনই। আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। ৫০ ওভারের সেই টুর্নামেন্টেও বাংলাদেশের প্রধান কোচ হিসেবে থাকছেন হাথুরুসিংহে। 

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘হাথুরুসিংহের সঙ্গে আমাদের মনে হয় ফেব্রুয়ারি পর্যন্ত আছে (চুক্তি)।’


 


   

   

কোন মন্তব্য নেই