শিরোনাম

টানা ভারী বৃষ্টিপাত উজান থেকে নেমে আসা ঢোলে পানি হু হু করে বাড়ছে - Chief TV - চিফ টিভি

টানা ভারী বৃষ্টিপাত উজান থেকে নেমে আসা ঢোলে পানি হু হু করে  বাড়ছে
ছবি-প্রতিনিধি
জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ

টানা বৃষ্টিপাত উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধা  সদর উপজেলায় হু হু করে ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাচ্ছে । প্রচুর পরিমাণে পানি বৃদ্ধির কারণে 12 নং  কামারজানী  ইউনিয়ন  রাধের  চরে পূর্ব পাশের পয়েন্টে পানি ছুঁই ছুঁই করছে। এতে করে চরে বসবাস করা যাচ্ছে না গ্রামীন রাস্তা তোলে গেছে ফলে উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশে সমস্ত এলাকা বন্যার পানি প্লাবিত পরিবারগুলো অবস্থান করছেন, কমপক্ষে বিশ হাজার পরিবার পানিবন্দি হয়েছে। 

জানা যায়, গত পাঁচ দিনে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢোল নেমে আসায় উপজেলার বন্যা রাধের চরে কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে, এলাকায় পানি বৃদ্ধি কারণে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  

এছাড়া  ব্রহ্মপুত্র নদীর পাশে থাকা চর গুলোর মধ্যে যেসব বাড়িগুলো রয়েছে যেমন মোল্লারচর কুন্দালপাড়া চর রাদেরচর সানন্দ বাড়ির চর ১২ নং  কামারজানী ইউনিয়নে ১৫টি গ্রাম পানি বন্দি হয়ে পরেছে। এছাড়া কৃষকদের জমির পাট কাউন তীল শাকসবজি সহ বর্ষাকালীন ফসল পানিতে তলিয়ে গিয়েছে। এতে করে বিপাকে পড়েছে পানিবন্দি গ্রামের মানুষ অস্বাভাবিক ভাবে জীবনযাপন  করতে হচ্ছে তাদের।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ইউনিয়নের সহ প্রায় বিশ হাজার মানুষ পানি বন্দী হয়েছে। বন্যা প্লাবিত ওই সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, পানিবন্দি পরিবারগুলো বর্তমান অবস্থান করতেছেন ১১ নং গিদারী ইউনিয়নে তাদের গবাদি পশু ও খড়কুটোসহ নৌকায় পারাপার হচ্ছেন।

কোন মন্তব্য নেই