নীলফামারী জেলায় গোয়েন্দা ও ডিবি পুলিশের সাথে মতবিনিময় সভা - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবি-প্রতিনিধি |
শনিবার (১৩ জুলাই ) পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারী কনফারেন্স রুমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর সদস্যদের সাথে নবাগত পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ মোকবুল হোসেন, মহোদয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় জেলা গোয়েন্দা শাখার সদস্যদের সাথে পরিচিত হন। ডিবির সার্বিক কার্যক্রম সম্পর্কে শোনেন এবং সকলকে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) নীলফামারী; জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

কোন মন্তব্য নেই