কমেনি ডিম-আলুর দাম, পেঁয়াজের কেজি ১২০ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
কমেনি ডিম-আলুর দাম, পেঁয়াজের কেজি ১২০ । রাজধানীসহ সারাদেশের বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে। এছাড়া কিছু পণ্য বিক্রি হচ্ছে আগের মতোই বাড়তি দামে। এক সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে বেড়েছে ডিম ও পেঁয়াজের দাম। তবে আলুর দাম আগের মতোই আছে। বিক্রেতাদের অজুহাত- বাড়তি দামে কিনতে হয়, তাই বাড়তি দামেই বিক্রি। শনিবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
সরেজমিন দেখা গেছে, বাজারে ডিমের ডজন ১৫০ টাকা ও গলির দোকানে ডিমের হালি ৫২ টাকা। যদিও গত সপ্তাহ জুড়ে ডিমের ডজন ছিল ১৪৫ টাকা। অন্যদিকে, সব ধরনের পেঁয়াজের দাম ১০০ টাকার বেশি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা করে। যদিও গত রাতেই এই পেঁয়াজের দাম ছিল ১১০ টাকা।
এছাড়া বাজারে লাল আলু ৬০ টাকা, সাদা আলু ৬০ টাকা, বগুড়ার আলু ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি দেশি রসুন ২০০ টাকা, চায়না রসুন ১৮০ টাকা, চায়না আদা ৩০০ টাকা, ভারতীয় আদা ৩০০ দরে বিক্রি হচ্ছে।
এক ক্রেতা বলেন, ৮০-১০০ টাকার নিচে কোনো সবজিই নেই। বিক্রেতাদের কথা শুনলে মনে হয় আমাদের দেশে সারা বছরই বন্যা-বৃষ্টি হয়, গরম থাকে। এরা যা ইচ্ছা তাই করছে।
কোন মন্তব্য নেই