কোটা আন্দোলন প্রসঙ্গে কাদের - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা আজকে কোটাবিরোধী আন্দোলন করছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে যে বিষয়টা জানা গেছে সেটা হলো-তারা সম্ভবত কোটা সংস্কার চায়। তাদের প্রতিনিধি, আইনজীবী যারা কোর্টে প্রতিনিধিত্ব করবে এবং সরকার পক্ষের কথাও শুনবে, সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে, সব পক্ষের কথা শুনে দেশের সর্বোচ্চ আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন। এটাই আমরা আশা করি।’
মঙ্গলবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথসভায় এ কথা বলেন তিনি।
কোটা আন্দোলনকারীদের উদ্দেশে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয়, সেজন্য তাদের সতর্ক মনোযোগ আশা করছি। এ নিয়ে আমরা কারও উস্কানিতে যাবো না।’
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই