মুশতাককে নিয়ে অনিশ্চয়তায় বিসিবি - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
পাকিস্তানের স্পিন বোলিং লিজেন্ড মুশতাক আহমেদ বোলিং পরামর্শক হিসেবে থাকবেন বাংলাদেশের সঙ্গে। এমন ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। কিন্তু হঠাৎ করেই জানা যায় তিনি থাকছেন না। দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। তার মানে স্পষ্ট তিনি বাংলারদেশের সঙ্গে থাকছেন না। তবে গতকাল বিকালেই জানা গেল তিনি বাংলাদেশের বোলিং কনসালটেন্ট হয়ে আসবেন। তবে এখনই না, ডিসেম্বর মাসে তাকে পাওয়া যাবে। পরিস্থিতি এমন মুশতাক আছেন আবার নেইও! এ বিষয়ে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘নির্দিষ্ট করে বলতে পারবো না (পাকিস্তান সিরিজে পাওয়া যাবে কিনা)। মুশতাক আহমেদের সঙ্গে আমরা যখন যোগাযোগ করি, তার কাছ থেকে নির্দিষ্ট কিছুদিনের জন্য আমরা চেয়েছিলাম। এটা তার পক্ষে সম্ভব ছিল না, কারণ সে আগে থেকেই অঙ্গীকারবব্ধ ছিল অনেকের সঙ্গে, যেমন এখন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আছে এবং আরও কিছু ওনার অঙ্গীকার আছে।’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ।
বিশ্বকাপে তার নির্দেশনায় রিশাদ হোসেনের উন্নতি সুস্পষ্ট ধরা পড়েছিল চোখে। ফলস্বরূপ বল হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন রিশাদ। তাই বিশ্বকাপের পর তার সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তির কথা ভেবেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে তিনি বাংলাদেশ নয় বরঞ্চ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিচ্ছেন। গতকাল সোমবার (৮ই জুলাই) থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা ইংলিশ যুব দলের বিপক্ষে চারদিনের ম্যাচ দিয়ে নতুন দায়িত্ব শুরু হচ্ছে মুশতাকের। এখানেই স্পষ্ট অন্য দায়িত্ব না ছেড়েই বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে খণ্ডকালীন দায়িত্ব পালন করেছেন এই কোচ। এ বিষয়ে বিবিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘তখন আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনা করে ওই পর্যন্ত তার সঙ্গে চুক্তি করি। তার সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, আজকেও কথা হয়েছে। ডিসেম্বর পর্যন্ত ওনার কিছু অঙ্গীকার আছে। এ সময়ের মধ্যে উনি যে সময়টা অ্যাভেইলেবল থাকবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। এর বাইরে তার সঙ্গে লম্বা সময়ের চুক্তির ব্যাপারে কথা হচ্ছে।’
আগামী মাসেই পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এ ছাড়াও আগামী বছর এখানেই হবে চ্যাম্পিয়ানস ট্রফি। যে কারণে মুশতাককে পাওয়া বাংলাদেশের জন্য হবে দারুণ ব্যাপার। কিন্তু বিসিবি’র সিইও নিশ্চিত করতে পারেননি আসরে মুশতাক কবে থেকে কাজ শুরু করবেন। তিনি বলেন, ‘সেন্ডিং আওয়ার এফটিপি কমিটমেন্ট। উনি এগুলো দেখছেন, দেখে যত তাড়াতাড়ি আমাদের জানাবেন। পাকিস্তান সিরিজের জন্যও চাওয়া হয়েছে তাকে। গত সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি বলেছিলেন আমরা ওর ব্যাপারে আগ্রহী, যেহেতু তার দিক থেকেও ইতিবাচকভাবে এগোচ্ছে জিনিসটা, আমরা আপাতত তাকে নিয়ে চিন্তা করছি।’ অন্যদিকে এখনই নয় ডিসেম্বরের পর থেকে মুশতাককে পাওয়া যাবে বলেও জানিয়েছেন নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘আমরা আসলে নির্দিষ্ট দিন চাইবো। আমাদের যে পরিকল্পনা আছে, আমরা যে সমস্ত কনসালটেন্টদের জন্য পূর্ণকালীন নয়, একটা শিডিউল করে অ্যাভেইলেবেল চাইবো। যেহেতু আমাদের ২০২৭ পর্যন্ত পরিকল্পনা করা আছে, আমরা সেটাকে ধরেই কিছু একটা আলোচনা করার চেষ্টা করবো। এ রকমই তো করে কনসালটেন্টরা (এর বাইরে অন্যদের সঙ্গে কাজ করবে)। বিসিবি’র একটি সূত্র জানিয়েছে, আগে থেকেই ইসিবি’র সঙ্গে চুক্তিবদ্ধ পাকিস্তানের এই কিংবদন্তি। মাঝখানের ফাঁকা সময়টাতে কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে। তাই বিসিবি লম্বা সময়ের জন্য মুশতাককে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দিতে চাইলেও আপাতত তা সম্ভব হচ্ছে না। গত ২রা জুলাই বিসিবি’র বোর্ড সভা শেষে বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, মুশতাকের সঙ্গে আমরা চুক্তি বাড়াতে প্রস্তুত। অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি। দেখা যাক কী কী অপশন আছে।
কোন মন্তব্য নেই