বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত ঘটনায় তদন্ত দল গঠন, ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় কমপক্ষে ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের রেল স্টেশন সড়কের সেউজগাড়ি আমতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া না গেলেও চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, অলোক সরকার (৪০), আতশি রানী (৪০), নরেশ মোহন্ত (৬৫) ও রঞ্জিতা মহন্ত (৬০)। তাঁদের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। নিহত আরো একজনের জনের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর লাশ মোহাম্মদ আলী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে বিকাল ৫টার দিকে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান, জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পর সেউজগাড়ি শ্রীশ্রী ইসকন মন্দির থেকে রথযাত্রাটি পুলিশ লাইনসসংলগ্ন শিবমন্দির অভিমুখে রওনা করেছিল। রওনা হবার ১০–-১৫ মিনিটের মধ্যেই রথ ১০০গজ সামনে এগিয়ে আমতলা মোড়ে রাস্তা পারের সময় সড়কের ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে রথে থাকা গম্বুজের স্পর্শ লেগে সেখানে অগ্নিকান্ডে সৃষ্টি হয়। এসময় রথের সংস্পর্শে থাকা সকলেই ছিটকে মাটিতে পড়ে যায়। অনেকের শরীরে থাকা বস্ত্রে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে উপস্থিত জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতাল এবং মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যান। এ দুর্ঘটনায় হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালটি পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা।
এবিষয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঁচজনের লাশ রাখা আছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন ৩৭ জন।
এছাড়াও মোহাম্মদ আলী হাসপাতালেও আহত কয়েকজনকে ভর্তি রয়েছে। সেখানেও একজনের লাশ রয়েছে। তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মৃত্যুর খবর নিশ্চিন্ত করে জেলা প্রশাসকসহ সকল কর্মকর্তা জনপ্রতিনিধিরা নিহত ও আহত পরিবারদেরকে সান্তনা দেন।
এছাড়াও তিনি এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েসকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি করে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়।
কোন মন্তব্য নেই