শিরোনাম

গাইবান্ধায় বন্যা প্লাবিত পানি বন্দী পরিবারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ বিতরণ - Chief TV - চিফ টিভি

 

গাইবান্ধায় বন্যা প্লাবিত পানি বন্দী পরিবারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ বিতরণ
ছবি-প্রতিনিধি
জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ

রবিবার  মোল্লারচর ইউনিয়নের হাতিমারা,সিদাই,হাঁসধরায়,  মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বন্যা দূর্গতদের মাঝে চাল বিতরণ,এর পর শুকনা খাবার ঔষধসহ বন্যাকালীন সময় এবং বন্যা পরবর্তী সময়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোt আমিনুর জামান রিংকু |গাইবান্ধা ব্রহ্মপুত্র নদীর মাঝে ভেসে থাকা চরে পানি বন্দী আছেন প্রায় কয়েক হাজার পরিবার, এতে প্লাবিত হয়ে পড়েছে গাইবান্ধা জেলার উপর দিয়ে প্রবাহিত প্রায় ৪০ কিলোমিটার দৈর্ঘ্যর ব্রহ্মপুত্র নদীর মোল্লাচর কোন্দলপাড়া চর সহ বিভিন্ন নিম্ন অঞ্চলে প্লাবিত হয়েছে। এতে করে ঘরবাড়ি গবাদি পশু সহ তারা অবস্থান করতেছেন উচু এলাকায়,এতে করে নানান দুর্ভোগে পড়েছেন পানিবন্দী পরিবারগুলো | 

গাইবান্ধা সদরের চেয়ারম্যান বলেন, ঘাগোয়া গিদারী মোল্লারচর কামার জানি সহ পাঁচটি ইউনিয়ন পানিবন্দি হয়েছে, সরকারিভাবে অল্প কিছু ত্রাণ সহায়তা করা হয় কিন্তু আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করতে যাচ্ছি  তাহলে পানিবন্দী পরিবারগুলো কষ্ট থেকে রেহাই পাবে।

তিনি আরো বলেন, পানিবন্দী পরিবারগুলো যতদিন না পানি না যাচ্ছে ততদিন তাদের শুকনা খাবার সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দীর্ঘ এক হায়াত কামনা করে দোয়া চান সবার কাছে।


কোন মন্তব্য নেই