শিরোনাম

চট্টগ্রামে থানার হাজত থেকে আসামির ঝুলন্ত লাশ উদ্ধার - Chief TV - চিফ টিভি

চট্টগ্রামে থানার হাজত থেকে আসামির ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি-প্রতিনিধি
ডেস্ক রিপোটারঃ

চট্টগ্রাম নগরীতে থানা হাজত থেকে এক আসামির লাশ উদ্ধার করা হয়েছে। নিজের পরনের শার্ট ভেন্টিলেটরে পেঁচিয়ে মোহাম্মদ জুয়েল (২৬) নামের এই হাজতি আত্মহত্যা করেছে বলে সিসিটিভি ফুটেজে উঠে এসেছে। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে হাজতের দেয়ালের ভেন্টিলেটরের সঙ্গে ঝুলানো তার লাশ উদ্ধার করা করা হয়। মো. জুয়েল নগরীর চান্দগাঁওয়ের খেজুরতলা এলাকার আব্দুল মালেকের পুত্র। তার বিরুদ্ধে অন্তত ৭টি মামলা আছে। 

জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকা থেকে পরোয়ানা মূলে জুয়েলকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছিল। সকালে তার লাশ পাওয়া যায়। চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ওয়ারেন্টের ভিত্তিতে মোহাম্মদ জুয়েল নামে ওই ব্যক্তিকে রাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। এরমধ্যে ভোরে সে নিজের পরনের শার্ট খুলে হাজতের ভেতরের দেয়ালের উপরের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মোট ৭টি মামলা আছে। 

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।


   

কোন মন্তব্য নেই