শিরোনাম

‘দেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটার ২৫/৩০ জন’ - Chief TV - চিফ টিভি

‘দেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটার ২৫/৩০ জন’
ছবি-প্রতিনিধি
খেলাধুলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। তার পরিবর্তে দলে আসা তরুণ পেসার তানজিম হাসান সাকিব বিশ্বকাপ অভিষেকেই উপহার দেন দারুণ পারফরম্যান্স। বলার অপেক্ষা রাখে না আসা যাওয়ার মধ্যে থাকা সাইফউদ্দিনের জায়গাটা ভালোভাবেই দখল করেছেন এই তরুণ। জাতীয় দলে আবার কবে ফিরবেন তা নিয়েও আছে সংশয়। তবে এই পেস বোলিং অলরাউন্ডার দলে ফেরা নিয়ে চিন্তিত নয়। তার মতে জাতীয় খেলার মতো খুব বেশি ক্রিকেটার নেই। যে কারণে তার জন্য ফেরাটাও কঠিন হবে না। তার মতে যে ২৫ থেকে ৩০ জনের মতো আছেন তাদের সঙ্গে দলে ফেরার প্রতিযোগিতাটা খুব কঠিন নয়। সাইফউদ্দিন বলেন, ‘সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম আন্তর্জাতিক মানের ২০ থেকে ২৫ জনের বাইরে, ওরকম প্লেয়ার নেই। আমি যদি ফিট থাকি সুযোগ আসবে।

অন্যান্য দেশে যদি দেখেন অনেক বেশি কম্পিটিশন, আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে ২০ থেকে ২৫ জন যতটুকু আমি মনে করি।’ 

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আলোচনায় ছিলেন সাইফউদ্দিন। বিশেষ করে দেশের মাটিতে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ইনজুরি থেকে ফিরে বল হাতে পারফরম্যান্স ছিল দারুণ। তাই ধারণা করা হচ্ছিল হয়তো এই পেস বোলিং অলরাউন্ডার সুযোগ পাবে বিশ্বকাপের স্কোয়াডে। কিন্ত শেষ পর্যন্ত তার জায়গা হয়নি। কবে ফিরবেন তাই তা নিয়ে আছে প্রশ্নও। বর্তমানে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকলেও গতকাল এই অলরাউন্ডারকে দেখা গেল মিরপুরে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে অনুশীলন করতে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সাইফউদ্দিন। জানান বাদ পড়ার পর বেশি চিন্তা করলে খারাপ লাগে। তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকে জীবনের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছি। এজন্য আসলে খুব বেশি খারাপ লাগে না। চেষ্টা করি যখনই সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করি। প্র্যাকটিসের ওপরেই থাকি। যেহেতু এখন ফ্যামিলিও হয়েছে যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথায় আসে না। যখন বাদ পড়া ইস্যু নিয়ে চিন্তা করি তখন আরও বেশি খারাপ লাগে। তখন আমার কাজেও ব্যঘাত ঘটে এজন্য কাজ করতে থাকি সুযোগ আসবে।’

দেশের ক্রিকেটে এখন পর্যন্ত আসেনি বড় কোনো শিরোপা, এটা ভালোভাবেই অনুভব করেন সাইফউদ্দিন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এরপর তাদের ?উদযাপন নজর কেড়েছে পুরো বিশ্বের। হাজারো মানুষ রাস্তায় নেমে এসে ট্রফি নিয়ে উদযাপন করেছেন। সেটি চোখে পড়েছে সাইফউদ্দিনেরও। এরপর তার মনে হয়েছে, কবে এমন সাফল্য এনে দিতে পারবেন দেশকে। তিনি বলেন, ‘ভারত অনেক উদযাপন করছে বিশ্বকাপ জেতার পর। এগুলো দেখলে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমরাও মাঝেমধ্যে উপলব্ধি করি কবে এরকম চ্যাম্পিয়ন হবো, কবে দেশের মানুষের সঙ্গে এরকম উদযাপন করবো।’ তবে এই যে কঠিন বাস্তবতা, স্বপ্ন দেখলেই তো আর চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। তবে সাইফউদ্দিন মনে করেন বড় স্বপ্ন  দেখতে দোষ নেই। তিনি বলেন, ‘এটা (বিশ্বকাপ জেতা) আসলে চিন্তা করি। স্বপ্ন দেখি। মানুষের তো আর স্বপ্ন দেখতে দোষ নাই। আমরাও দেখি। ইন শা আল্লাহ হয়তো আমরা এরকম চেষ্টা করতে থাকলে আরও বেশি পরিশ্রম করতে থাকলে প্রতিটি খেলোয়াড়ের কমিটমেন্ট যদি আরও হাই লেভেলে থাকে ইন শা আল্লাহ আমাদেরও ওই সুযোগ আসবে।

যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে এবারের বিশ্বকাপে সুপার এইটে পৌঁছে বাংলাদেশ। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতেই জেতে তারা। এরপর অবশ্য সেমিফাইনালের সুযোগ এলেও সেটি কাজে লাগাতে পারেনি। সুপার এইটের সবগুলো ম্যাচই হেরে যায় বাংলাদেশ। তাদের খেলা ভালো লেগেছে জানিয়ে সাইফউদ্দিন বলেছেন, স্বপ্ন দেখেন দেশের হয়ে বিশ্বকাপ জেতার। তিনি বলেন, ‘অবশ্যই ভালো খেলেছে। যদিও আরও ভালো খেললে আরও ভালো লাগতো। তারপরও ওভারঅল ভালো লেগেছে। লাস্ট একটা সমীকরণ ছিল সেমিফাইনালে ওঠার। ভালো সুযোগও ছিল। হয়তো হয়নি। তারপরও আমি ওদের চেষ্টাকে প্রসংশা করি। অবশ্যই নিজের দেশ ভালো খেললে তো ভালো লাগেই।’

 

কোন মন্তব্য নেই