শিরোনাম

‘ব্রাজিলের মূল লক্ষ্য পরের বিশ্বকাপ’ - Chief TV - চিফ টিভি

‘ব্রাজিলের মূল লক্ষ্য পরের বিশ্বকাপ’
ছবি-প্রতিনিধি
খেলাধুলা ডেস্কঃ

ম্যানুয়েল উগার্তার শটটা জালে জড়াতেই উদযাপনে মেতে উঠলো উরুগুয়ের ফুটবলাররা। আর ব্রাজিলের কেউ হাঁটুগেড়ে বসে পড়লেন, কারও চোখে দেখা গেল পানি। যেন বিধ্বস্ত পুরো দল। উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার পর ব্রাজিল দলের চিত্র এটি। তবে বসে থাকার সময় নেই দলটির। কোপা আমেরিকা থেকে বিদায়ের পর সেলেসাওদের চোখ এখন ২০২৬ বিশ্বকাপে। গতকাল লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে চলতি কোপা আমেরিকার চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে গোলশূন্য ড্র থাকে ম্যাচের নির্ধারিথ ৯০ মিনিট। পরে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় উরুগুয়ে। 

ম্যাচে ৬০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রাখলেও আক্রমণের ঝাঁজ দেখাতে পারেনি ব্রাজিল। ৭টি শট করে ৩টি লক্ষ্যে রাখতে পারে তারা। গ্রুপ পর্বের তিন ম্যাচে ৯ গোল করা উরুগুয়ে পুরো ম্যাচে গোলের জন্য ১২টি শট করলেও মাত্র ১টি ছিল লক্ষ্যে।

এরপর খেলা গড়ায় টাইব্রেকারে।

প্রথম শটে উরুগুয়ের ফেডেরিকো ভালভার্দে গোল করলেও মিস করেন ব্রাজিলের এডার মিলিতাও। দ্বিতীয় শটে দুই দলই গোল করে। তবে  তৃতীয় শটে আবার মিস করেন ব্রাজিলের ডগলাস লুইস। প্রথম ৩ শট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে। এরপর ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার অবশ্য হোসে মারিয়া হিমেনেসের নেওয়া চতুর্থ শট থামিয়ে কিছুটা আশা জাগান। তাতে লাভ হয়নি। মানুয়েল উগার্তের পঞ্চম শট জালে যেতেই সেমি-ফাইনালে উঠে যায় উরুগুয়ে মার্সেলো বিয়েলসার দল।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পয়েন্ট তালিকায় নাজুক অবস্থানে আছে ব্রাজিল। বাছাইপর্বে এখন তারা আছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে। ছয় ম্যাচ খেলে দুই জয় আর এক ড্রতে তাদের পয়েন্ট মোটে ৭। সবার ওপরে থাকা আর্জেন্টিনার চেয়ে এখনই ৮ পয়েন্ট পিছিয়ে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোপা আমেরিকায় অভিযান শেষ হওয়ায় ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের এখন মূল লক্ষ্য বিশ্বকাপ বাছাইপর্ব উতরানো।

দরিভাল বলেন, ‘আবারও বলছি, আমাদের গড়ে ওঠার, বিকশিত হওয়ার ও উন্নতি করার অনেক জায়গা আছে। আপাতত আমাদের মূল লক্ষ্য পরের বিশ্বকাপে জায়গা করে নেওয়া। এখন আমরা পয়েন্ট তালিকায় (বাছাইপর্বে) ছয় নম্বরে আছি এবং তা নিয়ে মোটেও স্বস্তিতে নেই আমরা।’

ব্রাজিলের পারফরম্যান্স অবশ্য অনেক দিন ধরেই এমন। কাতার বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বাড়ি ফেরে সেলেসাওরা। এরপর থেকে অস্থায়ী কোচের অধীনেই ছিল তারা। গত জানুয়ারিতে দায়িত্ব নেন দরিভাল। এরপর তিনি বেশ কবারই বলেছেন, দলটাকে আগে গুছিয়ে নিতে চান তিনি।

এদিন আরও একবার সেটা মনে করে দিলেন, ‘এই দলটির গুরুত্বপূর্ণ সংস্কার কিংবা পুনর্গঠনের প্রক্রিয়া চলছে এখন। আমি মাত্র আট ম্যাচে দলটিকে কোচিং করিয়েছি এবং এই প্রক্রিয়াটা আমাদের চালিয়ে যেতে হবে। এই পথচলায় যত প্রতিবন্ধকতা আসবে, সেসব নিয়ে আমরা সচেতন। তবে এটাও আমরা জানি যে, একটি নক-আউট ম্যাচে আমরা হেরে গেছি এবং এটা আমাদের প্রত্যাশিত ছিল না।’

নিজেদের এই প্রচেষ্টায় ৬২ বছর বয়সী এই কোচ উদাহরণ হিসেবে দেখছেন উরুগুয়েকে। তিনি বলেন, ‘আমার মনে হয়, উরুগুয়ের জাতীয় দলের একটা ধরন আছে, খুবই চমৎকারভাবে যা ফুটে ওঠে। অনেক লম্বা সময় ধরে এই দলটা একসঙ্গে খেলে আসছে। শুরুতে ওদেরও কিছু সমস্যা ছিল, কিন্তু তারা তা শুধরে নিয়েছে। এখন তারা ফলাফল পাচ্ছে।’

তবে নিজেদের গুছিয়ে নিতে সময় প্রয়োজন বলে জানান দরিভাল। তিনি বলেন, ‘আমার ধারণা, আমরাও এরকম কিছু অর্জন করতে পারব, এটা নিয়ে কোনো সংশয়ই নেই। তবে সেসব শুভ শোধরানোর জন্য কিছুটা সময় আমাদের প্রয়োজন। টুর্নামেন্টের শুরুর দিকে বেশ কিছু সমস্যা আমাদের ছিল, পরে অনেক ভুল আমরা ঠিকঠাক করে নিয়েছি। এই অল্প সময়ে প্রক্রিয়াটা গতিময় করার কাজটি কঠিন ছিল। আমার মনে হয়, সামনে সেই সময়টা আমরা পাব।’

কোন মন্তব্য নেই