‘ডেসপিকেবল মি ফোর’ সিনেপ্লেক্সে মুক্তি পেলো - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
অ্যানিমেটেড কমেডি ছবি ‘ডেসপিকেবল মি’ সারা বিশ্বের দর্শকদের কাছে দারুণ প্রিয়। ২০১০ সালে সিরিজের প্রথম ছবি মুক্তি পায়। ২০১৩তে দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তি মুক্তি পায় ২০১৭ সালে। এবার গতকাল মুক্তি পেলো এই সিরিজের চতুর্থ ছবি ‘ডেসপিকেবল মি ফোর’। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ছবিটি। গতকাল একইসঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে ছবিটি।
কোন মন্তব্য নেই