ঝিনাইদহের মেয়ে গুনগুন পেলেন মঞ্চকুড়ি পদক - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
ঝিনাইদহের মেয়ে জারা আবেদীন গুনগুন পেলেন মঞ্চকুড়ি পদক। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্য শালা মিলনায়তনে গত ৫ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর কাছ থেকে এ পদক গ্রহণ করেন। জারা আবেদীন গুনগুন শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। জাতীয় ভাবে অভিনয়ে অংকুর নাট্য একাডেমীর নিয়মিত অভিনয় শিল্পী জারা আবেদীন গুনগুন। তিনি মঞ্চকুড়ি পদক পাওয়ায় অংকুর নাট্য একাডেমীর সকল সদস্য ও ঝিনাইদহের সর্বস্তরের মানুষ শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। গুনগুন তার এই প্রাপ্তিতে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
কোন মন্তব্য নেই