দুপচাঁচিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্র নিহত - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবি-প্রতিনিধি |
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মাস্টার পাড়ার, নাসির হোসেনের মাদ্রাসায় চতুর্থ শ্রেণীর পড়ুয়া বড় ছেলে নাকিব হোসেন (১২) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুপুর ১২ টার দিকে মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাকিব হোসেন খেলতে গেলে, বাড়ির পাশে থাকা কারেন্টের খুঁটির টানায় হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। তার মা তাকে বাঁচাতে গেলে তিনিও অসুস্থ হন।
এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে জানান, এখানকার প্রায় তারেই রয়েছে লীক,যা তদারকি করার কেউ নেই এবং পাশে খেজুরগাছ থাকায় বৃষ্টি হলেই তা কারেন্টে পরিণত হয়।
এলাকাবাসী মনে করেন খুব দ্রুত গাছটি কেটে ফেলা উচিত।

কোন মন্তব্য নেই