শিরোনাম

ঝিনাইদহে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় সংবাদের সাংবাদিক লাঞ্ছিত - Chief TV - চিফ টিভি


ঝিনাইদহে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় সংবাদের সাংবাদিক লাঞ্ছিত
ছবি-প্রতিনিধি
বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীর অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে সময় সংবাদের প্রতিনিধি। ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ (ওজোপাডিকোর) নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে ভাংচুর করে। সোমবার (০১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় সংবাদের সাংবাদিক লাঞ্ছিত

সময় সংবাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ জানান, জেলার বিদুৎ গ্রাহকদের বিভিন্ন সময় অতিরিক্ত বিল, নোটিশ ছাড়া সংযোগ বিচ্ছিন্ন ও অতিরিক্ত লোডশেডিং এমন অভিযোগ রয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ (ওজোপাডিকোর) নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে। এছাড়াও গত ২৭ জুন রাতে সরকারি গাড়ী নির্বাহী প্রকৌশলী ব্যক্তিগত কাজে ব্যবহার করছে এমন অভিযোগে স্থানীয় সাংবাদিক তাকে ফোন করে বক্তব্য নেন। ওইদিন রাতে ওই সাংবাদিকের বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিদ্যুৎসংযোগ অবৈধ ভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে সময় সংবাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ সোমবার সকালে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর অফিসে গেলে তিনি ক্ষুব্ধ হন। এক পর্যায়ে তিনি সময় সংবাদের ক্যামেরা ও সাংবাদিকসহ চিত্র সাংবাদিক সজিবুল ইসলাম সজিবের মোবাইল কেড়ে নেয় ও লাঞ্ছিত করে। ক্যামেরা, মেমোরি কার্ড ও মোবাইল ভাংচুর করে। খবর পেয়ে ঝিনাইদহের কর্মরত সাংবাদিকরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। পরে অফিসের সামনে নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এ ঘটনার বিচার দাবী করে নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবী করেছেন সাংবাদিকরা।

এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর ফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেন নি।


কোন মন্তব্য নেই