গণমাধ্যমকর্মীর নাম্বার ব্লাক লিস্টে রাখলেন ওসি - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবি-প্রতিনিধি |
বগুড়ার দুপচাঁচিয়ার থানার অফিসার ইনচার্জ ওসি সনাতন চন্দ্র সরকার বেশ কিছু দিন ধরেই গণমাধ্যমকর্মীর নাম্বার ব্লাক লিস্টে রাখেছেন বলে অভিযোগ। জানা যায়,তার ব্যবহৃত সরকারি নাম্বার যেটি হচ্ছে 01320126747 বিভিন্ন তথ্যের জন্য তাকে কল করলে ফোনটি ব্যাস্ত দেখায়।
নাম্বারটি ব্যাস্ত দেখানোর পড় অন্য একটি নাম্বার থেকে কল করলে কল রিসিভ করেন তিনি। এ বিষয়ে তাকে প্রশ্ন করলে কেনো নাম্বারটি তিনি ব্লাক লিস্টে রেখেছেন সেই প্রশ্নের তিনি কোনোই উত্তর দিতে রাজি না বলে জানায়। এছাড়াও সেই প্রতিনিধিকে তিনি গালিগালাজসহ রাগ ও চোটপাট দেখিয়ে কলটি কেটে দেন।
এ বিষয়ে আদমদিঘী সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফকে অবগত করলে তিনি বলেন, কী কারণে এই কাজটি করেছে আমার জানা নেই। তবে তাকে বিষয়টি বলবো, কেনো তিনি একজন গণমাধ্যমকর্মীর ফোন নাম্বার ব্লাক লিস্ট করেছেন।

কোন মন্তব্য নেই