অচল হয়ে পড়েছে ঢাকার শহর - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
চলমান কোটা বিরোধী আন্দোলনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দেশে আন্দোলন সংগ্রাম গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে দশটায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী আন্দোলন শুরু করে। এসময় তারা মহাখালী আমতলী অবরোধ করে মহাখালী থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে মহাখালী সড়ক, মহাখালী ফ্লাইওভার এবং গুলশান বাড্ডার রোডে যান চলাচল বন্ধ করে করে। এছাড়াও শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং অবরোধ করে রাখে। ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী অবরোধ করায় পুরো শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী।
জ্যামে আটকে পড়া এক যাত্রী বলেন, সকাল সাড়ে দশটা থেকে গাড়িতে বসে আছি। সকল যাত্রী নেমে হেটে যাচ্ছে। আমি গাজীপুর যাবো তাই নামছি না। তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীরা যে কারণে আন্দোলন করছে সেটা যৌক্তিক আন্দোলন। আমি তাদের আন্দোলন সমর্থন করি।
আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায়, যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা দুঃখ প্রকাশ করছি। কারণ আমাদের কারণে অনেক যাত্রীর ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে এটা শুধু আমাদের একার দাবি নয় সারা বাংলাদেশের সাধারণ মানুষের দাবি।
সকাল সাড়ে দশটায় সড়ক অবরোধ শুরু করে দুপুর দুইটায় তাদের অবরোধ তুলে নেওয়া হয়। ফলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
কোন মন্তব্য নেই