শিরোনাম

বগুড়ায় গাঁজার গাছসহ একজন চাষী গ্রেফতার - Chief TV - চিফ টিভি


বগুড়ায় গাঁজার গাছসহ একজন চাষী গ্রেফতার
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার, স্টাফ রিপোর্টারঃ 

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গাঁজার গাছ চাষ করার অপরাদে মাদক বিরোধী অভিযানে এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে দুখু মিয়া (৬৩) নামে একজনকে গ্রেফতার করেছে গাবতলী মডেল থানা পুলিশ।

বুধবার  (১০ই জুলাই ) রাত সোয়া ১টার সময় উপজেলার কাগইল ইউনিয়নের রেড়েরঘোন এলাকা থেকে তাকে আটক করা হয়। দুখু মিয়া ওই গ্রামের মৃত খয়বর আলীর  ছেলে।

এ বিষয়ে গাবতলী মডেল এস আই আব্দুল কুদ্দুস জানান,ডিউটিরত অবস্থায় একটি গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মরছোর বিলের মাঝে আবাদকৃত মরিচের জমিতে গাঁজার চাষসহ বিক্রয়ের উদ্দেশ্যে পরিচর্যা করছেন দুখু মিয়া। তাৎক্ষণিকভাবে বিষয়টি উদ্বোধন কর্মকর্তাকে জানান। পরে এমন তথ্যের ভিত্তিতে রাতে তিনি এবং তার সঙ্গে ফোর্স ধৃত আসামি দুঃখ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। পরে বিলের মাঝে দুঃখ মিয়ার মরিচের জমি থেকে ৫ ফুট লম্বা প্রায় ০২কেজি ওজনের একটি গাঁজার গাছসহ তাকে আটক করে।

এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বিক্রির উদ্দেশ্য মাদক চাষ হচ্ছে এমন এমন সংবাদ পাওয়ার পরেই আমি আমার পুলিশ সদস্যদেরকে অভিযান পরিচালনার নির্দেশ দেই। তাৎক্ষণিকভাবে এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করে গাজার গাছসহ ধৃত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

কোন মন্তব্য নেই