শিরোনাম

পীরগঞ্জে করতোয়া নদীর চর থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার - Chief TV - চিফ টিভি

 

পীরগঞ্জে করতোয়া নদীর চর থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার
ছবি-প্রতিনিধি
তানভীর আহমেদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধিঃ

ঘটনাটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের মাটিয়ালপাড়া গ্রামের তীর ঘেষা করতোয়ার চর থেকে মোতাল্লেব নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহত ওই শিক্ষার্থী উপজেলার ঘাটিয়াল পাড়া গ্রামের রাজা মিয়ার তৃতীয় পুত্র ।

পরিবার ও স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যা থেকে বাড়ী থেকে নিখোঁজ হয় মোতালেব নামের ওই শিশু এরপর খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি পরিবার।

আজ সকাল ৭ টায় একই গ্রামের আপেল নামের এক ব্যক্তি ওই চরে ঘাস কাটতে গিয়ে একটি ঝোপের মধ্যে ওই শিশুর লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে । 

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উদ্ধর্তন কতৃপক্ষ আসলে বুঝা যাবে এটি হত্যাকান্ড কিনা ।

কোন মন্তব্য নেই