শিরোনাম

বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত কে অনুসরণ অনুকরণ করে ভাইরাল রঞ্জু - Chief TV - চিফ টিভি

বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত কে অনুসরণ অনুকরণ করে ভাইরাল রঞ্জু
ছবি-প্রতিনিধি
জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ

বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত কে অনুসরণ অনুকরণ করে ভাইরাল গাইবান্ধার  নাট্যকর্মী রঞ্জু। রঞ্জু আঞ্চলিক ভাষায় গীত উপস্থাপক ধারা বিবরণী দিয়ে নেট দুনিয়ায় ভাইরাল এই তরুণ, ইতিমধ্যে তার এলাকায় রঞ্জু ভাইরাল নামে পরিচিতি পেয়েছেন। গাইবান্ধা সদর উপজেলা ১০ নং ঘাগোয়া ইউনিয়নের হায়দার মিয়ার ছেলে রঞ্জু হত দরিদ্র পরিবারের মধ্যে দুই ভাই এক বোন সবার ছোট রঞ্জু, লেখাপড়া বাদ দিয়ে পরিবারকে আত্মিক ভাবে সহায়তা করতে বিভিন্ন খেলায় গিয়ে ধারাভাষ্যকার হিসেবে লেগে পড়েন। তার ধারাভাষ্যকার এলাকায় ছড়িয়ে পরে ও বিভিন্ন জেলায় গিয়ে ধারাভাষ্যকারী করেন রঞ্জু ও তার প্রতিভা দেখে গাইবান্ধা দরিচক নামক জায়গায় বাড়ি মেহেদী হাসান মুন্না নামে এক ছেলে তাকে ফেসবুক পেজ খোলার পরামর্শ দেন। তখন থেকে ফেসবুক পেজ খুলে নেন রঞ্জু ও তিনি দাবি করেন মুন্না নামে ছেলেটি তার ফেসবুক পেজের  গুরু, তার ফোন না থাকায় ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান একটি মোবাইল ফোন ব্যবস্থা করে দেন। সেই মোবাইল দিয়ে সোশ্যাল মিডিয়ায় পথ চলা শুরু হয় তার রঞ্জু মিয়ার মা দাবী করেন তার কাছে ফোন না থাকায় অনেক জনের কথা শুনতে হয়েছে বলে দাবি করেন রঞ্জুর মা। এই পেজের টাকা দিয়ে গরীব মানুষ অসহায় দের পাশে থাকবেন রঞ্জু, আঞ্চলিক গীত অভিনয় ধারা বিবরণী হানিফ সংকেতের উপস্থাপক সব মিলিয়ে ব্যাপক ভাইরাল রংপুর বিভাগ গাইবান্ধা জেলার এই রঞ্জু। বর্তমান তার পেইজের ফলোয়ার ২ লাখ ৬৭ হাজার  পেজের নামটি দেওয়া হয় দারিয়াপুর লাইভ টিভি।

কোন মন্তব্য নেই