শিরোনাম

কাজিপুরে বাইপাস দিয়ে রাস্তা নেওয়ার দাবি ব্যবসায়ীদের - Chief TV - চিফ টিভি

কাজিপুরে বাইপাস দিয়ে রাস্তা নেওয়ার দাবি ব্যবসায়ীদের
ছবি-প্রতিনিধি
মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে বাইপাস দিয়ে রাস্তা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা উপজেলার সোনামুখী বাজারের হাইস্কুল মাঠের পাশ দিয়ে যে রাস্তা চলমান আছে সেই রাস্তাটি চলমান রাখার দাবি জানান সোনামুখী বাজার মালিক সমিতির ব্যবসায়ীরা।

জানা যায়, সোনামুখী বাজার চৌরাস্তা হতে ইছামতি নদীর ব্রীজ পর্যন্ত সিরাজগঞ্জ সড়ক ও জনপথ কর্তৃক যে প্রকল্প টি বাস্তবায়ন করার প্রক্রিয়া চলছে তাতে সোনামুখী বাজারে অবস্থিত একটি মসজিদ, একটি মাদ্রাসা, এক‌টি মন্দির, একটি বিএস কোয়ার্টার, একটি সরকারি খাদ্য গুদাম সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান বিলিন হয়ে যাবে।এতে করে প্রায় ৩ শতাধিক ব্যবসায়ী পথে বসে যাবে,দোকান পাট হারিয়ে হাজার হাজার পরিবার মানবতার জীবন যাপন করবে।

সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার বলেন,ব্যবায়ীদের কথা মাথায় রেখে বাজারের ভিতর দিয়ে রাস্তা টা না করে,হাইস্কুল মাঠের পাশ দিয়ে যে রাস্তা টি চলমান আছে আমি এই চলমান রাস্তাটি রাখার দাবি জানাচ্ছি, এই রাস্তাটি চলমান রাখলে বাজারের ব্যবসায়ীদের কোনো প্রকার ক্ষতি হবে না।

সোনামুখী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রানা আহমেদ জানান আমাদের দোকান পাঠ ভেঙ্গে দিলে আমরা কোথায় যাবো, কি করে খাবো, আমাদের পথে বসা ছাড়া উপায় নাই।

আরেক ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, আমাদের সোনামুখী বাজারে আগের যে হাইস্কুল পাশ দিয়ে রাস্তা টি আছে আমি সেই রাস্তাটাই বহাল রাখার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। 

অত্র বাজারের এই রাস্তাটি বাস্তবায়ন এই প্রতিষ্ঠান বিলিন হয়ে যাবে, এবং শত শত দোকানদার তারা দোকান হারিয়ে পথে বসবে, এবং তাদের পরিবারের হাজার হাজার মানুষ মানবতার জীবন বাহিত করবে।

কোন মন্তব্য নেই