শিরোনাম

ইংল্যান্ড কে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হলো স্পেন - Chief TV - চিফ টিভি

ইংল্যান্ড কে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হলো  স্পেন
ছবি-প্রতিনিধি
খেলাধুলা ডেস্কঃ

ইউরো কাপ জয় লাভ করলো স্পেন। খেলার ১ম আর্ধ গোল শূন্য ড্র হয়। যদিও ১ম ৪৫ মিনিটের বেশিরভাগ অংশই আদিপত্য বিস্তার করে গেছে স্পেন। তারাই ধারাবাহিকতা ২য় র্ধারের ২য় মিনিটে অর্থাৎ ম্যাচের ৪৭ মিনিটেই ইয়ামালের ক্রস থেকে গোল করে উইলিয়ামস। তারপর পর থেকে ইংল্যান্ডে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে যায়। ইংলিশ দের আক্রমণ ক্রমাগত চললেও কাউন্টার এ্যাডাকে আক্রমণ করেছে স্পেন ও যদিও তা আটকিয়ে দেয় ইংলিশ গোলকিপার। ম্যাচের ৭৩ মিনিটে ব্যালিংহাম এর দেওয়া বল থেকে ধারণ এক গোল করে পরিবর্তীত্ব ফ্লেয়ার পালমার। ম্যাচ সমতায় আশার পর থেকে ২ দলেই গোল করা চেষ্টা করে চলে, শেষ পর্যন্ত ৮৬ মিনিটে আবারও স্পেন এগিয়ে নিয়ে যায় জিউনার। শেষ দিকে আবারও বেলিংহাম পাছ থেকে গোলের সুযোগ সৃষ্টি কিংবা কর্নারের মাধ্যমে একাধিক সুযোগ সৃষ্টি হলেও স্পেন এর ডিপেন্ড তা রুখে দেয়। যার ফলে ২-১ গোলে এগিয়ে থেকে ২০২৪  ইউরো শিরোপা নিজেদের করে নিলো স্পেন।

কোন মন্তব্য নেই