শিরোনাম

সৈয়দপুরে পাখির ধাক্কায় বিমান ক্ষতিগ্রস্ত - Chief TV - চিফ টিভি

সৈয়দপুরে পাখির ধাক্কায় বিমান ক্ষতিগ্রস্ত
ছবি-প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধিঃ 

নীলফামারীর সৈয়দপুরে বার্ড হিটে পাখির ধাক্কায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। 

রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার ৪ ঘন্টা পরে ত্রুটি ছাড়িয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছেন।  

বিমানবন্দর কতৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে এসে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সময়ে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের সামনের অংশে বার্ড হিটে পাখির সঙ্গে ধাক্কা লাগে। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ত্রুটি ছাড়িয়ে আবার ঢাকার উদ্দেশ্য ৭৩ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছেন।

এ বিষয়ে বিমানবন্দরের ম্যানেজার বাহাউদ্দিন জাকারিয়া বলেন,সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (বিজি ৪৪৯১/৪৯২) ৭১ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পথে বিমানবন্দর সীমানার বাইরে বার্ড হিটের কবলে পড়ে। এতে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারাতে গিয়ে সময় নেয়া হয়। তবে ত্রুটি সারিয়ে ৪ ঘণ্টা পর বিমানটি ৭৩ জন যাত্রী নিয়ে দুপুর ১২টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

কোন মন্তব্য নেই