শিরোনাম

শিক্ষার্থীদের আন্দোলনে টিকতে পারলেন না অধ্যক্ষ ঝুনু - Chief TV - চিফ টিভি

শিক্ষার্থীদের আন্দোলনে টিকতে পারলেন না অধ্যক্ষ ঝুনু
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার,স্টাফ রিপোর্টারঃ 

বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু পদত্যাগ করেছেন। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে পদত্যাগের ব্যাপারে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার)  স্নিগ্ধ আখতার।

পুলিশের এই কর্মকর্তা বলেন, বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদ থেকে শাহাদৎ আলম ঝুনু পদত্যাগ করেছেন।

এ ব্যাপারে অধ্যক্ষ ঝুনুর সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোন সাড়া দেন নি। এর আগে, শনিবার সকালে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর পদত্যাগ দাবিতে কলেজের সামনে আন্দোলন করেন সাধারণ শিক্ষার্থীরা।

কোন মন্তব্য নেই