শিরোনাম

সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি শূন্যের কোটায় - Chief TV - চিফ টিভি

সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি শূন্যের কোটায়
ছবি-প্রতিনিধি
আতিকুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

দেশের চলমান পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম। প্রতিদিন আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক আমদানি-রপ্তানি করলেও গত কয়েকদিনে তা নেমেছে শূন্যের কোটায়। মাত্র ১৫-২০ ট্রাক পণ্য আমদানি হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় লোকসানের মুখে পড়েছেন আমদানিকারকরাও। কমেছে রাজস্ব আয়। এ অবস্থায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা করছেন এখানকার শ্রমিক, ব্যবসায়ী ও কর্মচারীরা।

আব্দুর রশিদ একজন পাথর শ্রমিক। তিনি বলেন, ‘সাম্প্রতিক ইস্যুতে স্থলবন্দরের কার্যক্রম থমকে গেছে। ব্যবসায়ীরা পাথর-কয়লা আমদানি করছেন না। ফলে এখানে শত শত নারী-পুরুষ বেকার বসে আছি। কাজ-কাম না থাকলে সংসার চালাই কেমনে? খুব দুশ্চিন্তায় আছি।’

সোনাহাট স্থলবন্দর অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফা জামান বলেন, দেশে কোটা সংস্কার আন্দোলন ও সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের অনেকটা প্রভাব পড়েছে স্থলবন্দরে। সীমান্তবর্তী হওয়ায় আতঙ্কে দিন কাটছে এখানকার শ্রমিকদের। তবে আশা করছি, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের মতো বন্দরে প্রাণ ফিরে আসবে।

কোন মন্তব্য নেই