শিরোনাম

ইস্টার্ন জুট মিলের চাকুরীর নিশ্চয়তা ও বৈষম্য দূরীকরণে প্রকল্প প্রধানের কার্যালয় ঘেরাও - Chief TV - চিফ টিভি

 

ইস্টার্ন জুট মিলের চাকুরীর নিশ্চয়তা ও বৈষম্য দূরীকরণে প্রকল্প প্রধানের কার্যালয় ঘেরাও
ছবি-প্রতিনিধি
শাহাদাত হোসেন নোবেল, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধিঃ

চাকুরীতে নিশ্চয়তা ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রকল্প প্রধানের কার্যালয় ঘেরাও করে কর্মসূচি পালন করেছে বিজেএমসি’র আওতাধীন খানজাহান আলী থানার আটরা শিল্প এলাকায় অবস্থিত ইস্টার্ন জুট মিলের কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় মিলের কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে প্রকল্প প্রধানের কার্যালয় ঘেরাও করে। এ সময় তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি শেখ শামীমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ঘেরাও কর্মসূচিতে বক্তৃতা করেন অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক সরদার শাহীন গনিসহ শ্রমিক নেতৃবৃন্দ।

ইস্টার্ন জুট মিলের কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, সরকার একযোগে ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করে দেয়। ফলে কর্মহীন হন ৭০ হাজার শ্রমিক। শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ ও বন্ধ পাটকল চালুর চাকুরীতে নিশ্চয়তা ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে' আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, 'যে লোকসানের অজুহাত দেখিয়ে সরকার পাটকল বন্ধ ঘোষণা করেছে, তার পেছনে শ্রমিকরা কোনোভাবেই দায়ী নয়। সরকারের ভুল নীতি, অব্যবস্থাপনা ও বিজেএমসির দুর্নীতির কারণে পাটকলে লোকসান হয়েছে। অথচ সেই বিজেএমসি বহাল রেখে প্রতারণার আশ্রয় নিয়ে শ্রমিকদের পাটকল থেকে বের করে দেওয়া হয়।'

অবস্থান কর্মসূচির পালন শেষে প্রকল্প প্রধানের কাছে ইস্টার্ন জুট মিলে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

কোন মন্তব্য নেই