আওয়ামীলীগ সরকার ছিল আফ্রিকার জঙ্গলের সরকার,স্বৈরাচারী সরকার:ড. মঈন খান - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবি-প্রতিনিধি |
আওয়ামীলীগ সরকার ছিল আফ্রিকার জঙ্গলের সরকার,স্বৈরাচারী সরকার। তারা গুলি করে শতশত মায়ের বুক খালি করেছে। বিপ্লবী ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছে সন্ত্রাসী,অপরাধী ,মানবাধিকার লঙ্গনকারী,গণতন্ত্রহরণকারী সরকারকে একদিন না একদিন বিদায় নিতে হয়। ১৫ বছর ক্ষমতায় থেকে তাদের মাথা গরম হয়ে গিয়েছিল। তারা কি করবে না করবে তাদের হুশ ছিলনা।
তিনি শনিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নিহত শিক্ষার্থী আমজাদ হোসেনের কবর জিয়ারত শেষে এক পথ সভায় এসব কথা বলেন।
কবর জিয়ারত শেষে তিনি নিহত আমজাদের পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহযোগীতা করেন। এরপর তিনি কোটা আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের কলেজ শিক্ষার্থী ইমনের কবর জিয়ারত করে তাদের পরিবারকে আর্থিক সহযোগীতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক-হাজী জাহিদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি-আলম মোল্লা, বিএনপি নেতা-মোঃজাহাঙ্গীর, ঘোড়াশাল পৌরসভা যুবদলের সদস্য সচিব-শাহিন বিন ইউসুফ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই