শিরোনাম

শেরপুরে ডিবি কর্তৃক জব্দকৃত ২০৭ বোতল ভারতীয় ব্যান্ডের মদ আদালত প্রাঙ্গণে ধ্বংস - Chief TV - চিফ টিভি

শেরপুরে ডিবি কর্তৃক জব্দকৃত ২০৭ বোতল ভারতীয় ব্যান্ডের মদ আদালত প্রাঙ্গণে ধ্বংস
ছবি-প্রতিনিধি
শাওন আহাম্মেদ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ

শেরপুর আদালত প্রাঙ্গণে নালিতাবাড়ী ও ঝিনাইগাতীসহ তিনটি মামলায় জব্দকৃত ২০৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ বৃহস্পতিবার (১ আগস্ট ) বিকেল ৫ টায় শেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আদালতের নির্দেশনায় ধ্বংস করা হয়েছে। 

জানা গেছে, চলতি বছরের জুন ও জুলাই মাসে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তঘেষা গ্রাম থেকে মাদক পাচারকারীসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের এসব মদ জব্দ করা হয়। 

পরে আদালতের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর-ই জাহিদের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে জব্দকৃত ২০৭ বোতল মদ ধ্বংস করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক, ডিবির উপ-পরিদর্শক মোঃ মতিউর রহমানসহ আদালতের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই