শিরোনাম

আসামী জামাই এবার বাংলাদেশে - Chief TV News

আসামী জামাই এবার বাংলাদেশে - Chief TV News

বিনোদন ডেস্কঃ

প্রেমের টানে বিদেশ থেকে হরহামেশাই এদেশে ছুটে আসেন প্রেমিক প্রেমিকারা। এবার, ভারতের আসাম থেকে প্রেমের টানে তেমনি ছুটে এসেছেন এক তরুন। ভালোবেসে বিয়ে করেছেন তারচেয়ে বয়সে বড় এক তরুনীকে। তবে ভালোবাসার এই গল্পটি বাস্তব জগতের নয়। ঘটনাটি ঘটেছে টি প্রোডাকশনের ব্যানারে নির্মিত 'আসামী জামাই' নাটকে।

সম্প্রতি ঢাকার আফতাবনগরে আনাহিতা সুইট হোম শুটিং হাউজে নাটকটি নির্মাণ করা হয়।

সমসাময়িক ঘটনা নিয়ে নির্মিত এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা আকতারুল আলম তিনু। প্রযোজনা করেছেন টি প্রোডাকশনের কর্ণধার কার্তিক রঞ্জন শীল।

আসামী জামাই এবার বাংলাদেশে - Chief TV News

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভারতের আসামের অভিনেতা রবিউল হাছান জীবন। তার সাথে জুটি বাঁধেন বাংলাদেশী অভিনেত্রী মায়া মিতু। অন্যান্য চরিত্রে অভিনয় করেন সাহেলা আকতার, মাইশা পুতুল এবং খান আবির। নাটকটির ব্যবস্থা ও পরিচালনা সহকারী ছিলেন রিপন।

রোমান্টিক কমেডি জনরার একটি নাটকে দর্শক ভালো কিছু পাবেন বলে আশা পরিচালক আকতারুল আলম তিনু'র। তিনি জানান - আমি মূলত ফিল্ম ও বিজ্ঞাপন সেক্টরের মানুষ। নাটকে আমার খুব কম কাজ করা হয়েছে। তবে এই নাটকের গল্পটি ব্যতিক্রম। কমেডির ফাঁকে ফাঁকে আমরা এখানে বেশ কিছু মেসেজ দেয়ার চেষ্টা করেছি।

রবিউল বলেন - বাংলাদেশে এটিই আমার প্রথম কাজ। প্রযোজক পরিচালক তাঁদের গল্প অনুযায়ী মজার একটি চরিত্রের জন্য আমাকে নির্বাচিত করেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। কাজটি করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। 

আসামী জামাই এবার বাংলাদেশে - Chief TV News

দারুন একটা টিম। কমেডি ঘরানার নাটক বলে আমরাও শুটিং টাইমে অনেক মজা করেছি। আশা করি কাজটি দর্শকের কাজটি ভালো লাগবে। বলছিলেন অভিনেত্রী মায়া মিতু।

শীঘ্রই টি প্রোডাকশন এর স্ট্রিমিং সাইট tproductionbd.com, অফিশিয়াল ইউটিউব চ্যানেল, ও ফেইসবুক সহ সকল সোশ্যাল প্লাটফর্মে মুক্তি পাবে নাটকটি।

কোন মন্তব্য নেই