শিরোনাম

জাতীয় পার্টি গণহত্যার আসামি - ববি হাজ্জাজ - Chief TV News

জাতীয় পার্টি গণহত্যার আসামি - ববি হাজ্জাজ - Chief TV News

ডেস্ক রিপোর্টঃ

শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে জাতীয় পার্টির সংসদ সদস্যরা সরাসরি ছাত্র-জনতার উপর গুলিবর্ষণের হুকুম দিয়েছিলো অভিযোগ করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, "জাতীয় পার্টি গণহত্যার আসামি৷ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমি নিজে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের ফোন করে আমাদের সাথে হাসিনা বিরোধী আন্দোলনে শরিক হতে বলেছিলাম। কিন্তু তাঁরা উল্টো আমাদের সবক দিয়েছিলো হাসিনার গোলামি করার জন্য। এদের নেতারা পুলিশ, র‍্যাব, বিজিবিকে উৎসাহিত করেছিলো গুলি করে আন্দোলন দমন করার জন্য।"

শনিবার (২রা নভেম্বর) রাজধানীর মালিবাগ মোড়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কর্তৃক জাতীয় পার্টির সমাবেশ ঘোষণার প্রতিবাদে আয়োজিত "অবস্থান কর্মসূচিতে" প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, "গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের চামচামি করে লুটপাট করে যা টাকা কামাই করেছে সেটাই জাতীয় পার্টির শক্তি৷ এদের নেতা-কর্মীরা এত সংগঠিত বা শক্তিশালী না যে ছাত্র-জনতার উপর হামলা করবে৷ যুবলীগ-ছাত্রলীগের পলাতক কর্মীরাই জাতীয় পার্টির ছত্রছায়ায় এসব কাজ করেছে৷"

ববি হাজ্জাজ আরও বলেন, "আমরা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে৷ কিন্তু জাতীয় পার্টি বা আওয়ামী লীগ দেশদ্রোহী। এদের কোন রাজনৈতিক অধিকার থাকতে পারে না।"

এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, "জাতীয় পার্টি এখন জাতীয় যাত্রা পার্টি৷ কারো বিনোদন মূলক অনুষ্ঠানে প্রয়োজন হলে এদের ভাড়া করতে পারেন। বাংলাদেশের এক ইঞ্চি জমিনেও জাতীয় পার্টি বা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কোন স্থান হবে না।"

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনডিএম এর ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জয়, ঢাকা ৬ আসনের সমন্বয়ক আসিফ ইকবাল আহমেদ, কেন্দ্রীয় নেতা মো: মিঠু আলি, এডভোকেট নূর উল্লাহ, মাহবুব আলম, তানভীর শহীদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল প্রমুখ৷

কোন মন্তব্য নেই