শিরোনাম

বগুড়া গাবতলীতে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে মানববন্ধ।


সাকিল জোয়ারদার, গাবতলী, উপজেলা প্রতিনিধি:

বগুড়ায় অন্তর্বর্তী সরকারের কাছে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরন এবং ২০১৩ সালে  খালেদা জিয়াকে বাসায় বাধা দেওয়া নারী পুলিশ সদস্যের বিচারের দাবিতে গাবতলীতে মানববন্ধন করেছে বিএনপি নেতা কর্মীরা। উক্ত মানববন্ধনটি গাবতলী থানাধীন বালিয়া দিঘী ইউনিয়নের বালিয়াদিঘি চারমাথা অনুষ্ঠিত হয়। 

উক্ত মানববন্ধনটিতে সভাপতিত্ব করেন , বালিয়াদিঘি ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান, প্রধান অতিথি ছিলেন, গাবতলী বিএনপি'র সাধারণ সম্পাদক এনামুল হক (নতুন) ।

এছাড়া উপস্থিত ছিলেন, বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম। গাবতলী থানার যুবদল সদস্য মতিন, যুবদলের যোগ্য আহ্বায়ক রেজাউল করিম,বালিয়াদিঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজার রিবন, বালিয়াদি কি শ্রমিক দল সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, বালিয়াদিঘি ইউনিয়নের ছাত্র দল নোমান বাবু,গাবতলী থানা কৃষকদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল বালিয়াদিঘী ইউনিয়ন লিটন সরকার,  মানববন্ধন টি পরিচালনা করেন আবু বক্কর,উক্ত মানববন্ধনটি আয়োজন করেন রফিকুল ইসলাম রফিক,এছাড়া উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী ও সাধারণ ব্যক্তিবর্গরা।


এসময় রফিকুল ইসলাম রফিক বলেন , দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সুচিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দিয়ে আসছিল ফ্যাসিস্ট সরকার। অন্তবর্তী সরকারের কাছে আমাদের দাবি সুচিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক একই সঙ্গে ২০১৩ সালে বেগম খালেদা জিয়ার বাসভবন গেটে যে নারী পুলিশ সদস্য বাধা দিয়েছিল তাকে আইনের মাধ্যমে বিচারের দাবি জানান তিনি। 

এছাড়াও তিনি বলেন, অন্তবর্তী সরকার যদি তাদের এই দাবি না মানেন তাহলে তার পরবর্তীতে আরো জোরদার ভাবে মানববন্ধনটি করবে বলে জানান।


বালিয়াদিঘী চারমাথা রাস্তার ওপর ঘন্টা ব্যাপী মানববন্ধনটিতে শতশত নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই