শিরোনাম

স্টার জলসা পরিবারে একমাত্র সুস্থ মানুষ আনোয়ার শাহী? - Chief TV

সমসাময়িক ঘটনা নিয়ে তিনু’র নাটক স্টার জলসা পরিবার - Chief TV

বিনোদন ডেস্কঃ

স্টার জলসার সিরিয়ালগুলো বর্তমানে দর্শকদের কাছে খুবই জনপ্রিয়, বিশেষ করে নারী দর্শকদের  কাছে। এই সিরিয়ালগুলোকে কেন্দ্র করে বিভিন্ন পরিবারে ঘটে চলে বিভিন্ন অম্ল-মধুর ঘটনা । এমনই এক পরিবারের কল্পিত ঘটনা নিয়ে টি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে নাটক 'স্টার জলসা পরিবার।' এটি এমন একটি পরিবার যেখানে মোটামুটি সবাই মানসিকভাবে অসুস্থ। এ নাটকে পরিবারের একমাত্র সুস্থ মানুষের চরিত্রে অভিনয় করেছেন স্বনামধন্য অভিনেতা আনোয়ার শাহী।

সম্প্রতি ঢাকার আফতাবনগরে আনাহিতা সুইট হোম শুটিং হাউজে নাটকটি নির্মাণ করা হয়।

সমসাময়িক ঘটনা নিয়ে নির্মিত এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা আকতারুল আলম তিনু। প্রযোজনা করেছেন টি প্রোডাকশনের কর্ণধার কার্তিক রঞ্জন শীল।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার শাহী, মৌ শিখা, স্যান্ডি রনি, জেনিফার জুঁই, স্বর্ণা ও কাঁকন। নাটকটির ব্যবস্থাপনা করেছেন রিপন ইসলাম ও পরিচালনা সহকারী ছিলেন রাকিব চৌধুরী।

কমেডি জনরার এই নাটকে দর্শক ভালো কিছু পাবেন বলে আশা পরিচালক আকতারুল আলম তিনু'র। তিনি জানান - নাটকের গল্পটি ব্যতিক্রম। কমেডির ফাঁকে ফাঁকে আমরা এখানে বেশ কিছু মেসেজ দেয়ার চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।

শীঘ্রই টি প্রোডাকশন এর স্ট্রিমিং সাইট tproductionbd.com, অফিশিয়াল ইউটিউব চ্যানেল, ও ফেইসবুক সহ সকল সোশ্যাল প্লাটফর্মে মুক্তি পাবে নাটকটি।

কোন মন্তব্য নেই