দেশব্যাপী জোরালো দলীয় কার্যক্রম শুরু করছে এনডিএম - মতবিনিময় সভায় আসিফ ইকবাল আহমেদ - Chief TV
ডেস্ক রিপোর্টঃ
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর ঢাকা মহানগরীর সমন্বয়কদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিএম এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, মহানগর সমন্বয়ক আসিফ ইকবাল আহমেদ, নুরুল্লাহ, প্রিন্স চৌধুরী, মোঃ আবু সাঈদ চৌধুরী, মোঃ জামশেদ আলম, মোঃ দেলোয়ার হোসেন, নোমান চৌধুরী, শাম্মী আফরিন, এডভোকেট শরীফা, সৈয়দ মঈনুদ্দিন রিপন, রাকিব হাসান আজাদ।
আসিফ ইকবাল আহমেদ তার বক্তব্যে বলেন, রাজনৈতিক একটি ভঙ্গুর অবস্থার মধ্যে আমরা জনস্বার্থে কাজ করে যাচ্ছি। আশা করি সংঘবদ্ধভাবে আমাদের লক্ষ্যে পৌছাতে পারবো জোরালোভাবে অংশ নিয়ে সফল হতে পারবো। আশা করি, জনগন আমাদের সাথে থাকবেন, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সঠিক সময়ে জনমানুষের কল্যানে নির্বাচন আয়োজন সম্পন্ন করবেন।
অনুষ্ঠানে নতুন কমিটির জন্য সম্ভাব্য নীতিমালা ও যোগ্য মানুষদেরকে মূল্যায়ন করে দল পরিচালনার অঙ্গীকার করা হয়।
কোন মন্তব্য নেই