শিরোনাম

মতিঝিলে এনডিএম এর পথসভায় মহানগর সমন্বয়ক আসিফ ইকবাল আহমেদ - Chief TV

মতিঝিলে এনডিএম এর পথসভায় মহানগর সমন্বয়ক আসিফ ইকবাল আহমেদ - Chief TV

ডেস্ক রিপোর্টঃ 

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মতিঝিল উপজেলা সমন্বয়ক প্রিন্স চৌধুরীর উদ্যোগে এক বিশেষ জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বিকেল থেকে রাত অবধি রাজধানীর মতিঝিলে বক চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন এনডিএম এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, মহানগর সমন্বয়ক আসিফ ইকবাল আহমেদ, শাম্মী আফরিন প্রমূখ।

জনমানুষের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই পথসভায় সাধারণ মানুষের উদ্দ্যেশ্যে নানামুখী বক্তব্য প্রদান করেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মহানগর সমন্বয়ক আসিফ ইকবাল আহমেদ তার বক্তব্যে বলেন, দীর্ঘ সময়ের শোষণের বেড়াজাল থেকে জাতি এখন আলোর মুখ দেখতে শুরু করেছে। এখনই সময় দেশকে বদলে দেবার। সেই লক্ষ্যে জাতীয়তাবাদী চেতনায় অনুপ্রাণিত হয়ে এনডিএম এর পতাকাতলে সবাইকে সমবেত হতে হবে। দেশ গড়ায় কাঁধে কাঁধ মিলিয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।

সুষ্ঠুভাবে পথসভা সম্পন্ন করতে সকল প্রশাসনিক সহযোগিতা করায় মতিঝিল থানার অফিসার ইনচার্জ এর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে জনসচেতনতামূলক বিভিন্ন প্রামাণ্যচিত্র ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ এর বিভিন্ন সময়ে দেয়া অগ্নিঝরা বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

কোন মন্তব্য নেই